হাবু মিয়া


হাবু মিয়া


রাত দিন রেগে গিয়ে
ছুঁড়ে দেয় কাদা সে,
হাবু মিয়া নাম তার
ও পাড়ার দাদা সে।

খেটে খাওয়া মানুষের
দেয় কাজে বাধা সে,
দিনটাকে মাটি করে
ধরে শুধু ধাঁধা সে।

কাজ কাম করে নাকো
ঠিক যেন বাবু সে,
যাকে তাকে মেরে ধরে
করে দেয় কাবু সে।

এর ওর কাছ থেকে
ধার নেয় টাকা সে,
পরিচয় দেয় রোজ
মন্ত্রীর কাকা সে।

সুন্দরী মেয়ে দেখে
দেয় শুধু শিষ সে,
বলে নাকি তার মতো
ছেলে নেই বিশ্বে!

রোজিনাকে দেখে রোজ
টিজ করে খালি সে,
তার কথা ভেবে ভেবে
মাথা দেয় বালিশে।

হাবু মিয়ার সাজা হলো
মেয়েটির নালিশে,
যাকে নাকি টিজ করে
মন্ত্রীর শালী সে।

গ্রেপ্তার হলো হাবু
জু্লাইয়ের সাতাশে,
দিন কাটে শোকে তার
জেলখানার বাতাসে।


This is an original content which is written by a DORPON author. Copying and publishing any part of the content is strictly prohibited.

বি. দ্র. দর্পণে প্রকাশিত সকল লেখার স্বত্ব দর্পণ ম্যাগাজিন কর্তৃক সংরক্ষিত। দর্পণ থেকে কোনো লেখার অংশ অন্যত্র প্রকাশের ক্ষেত্রে দর্পণের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

একই ধরনের লেখা

দর্পণে লিখুন

গল্প, কবিতা, প্রবন্ধ, মুভি পর্যালোচনা, বই আলোচনা, ভ্রমণ অথবা দর্পণের যে কোনো বিভাগে

লেখা পাঠানোর ইমেইল

editor@dorpon.com.bd
নিয়মাবলী জানতে ক্লিক করুন
ADVERTISEMENT
মাসওয়ারি
কবিতা

প্রিয়তমাসু

সীমান্তে আজ আমি প্রহরী। অনেক রক্তাক্ত পথ অতিক্রম ক’রে আজ এখানে এসে থমকে দাড়িয়েছি- স্বদেশের সীমানায়।   ধূসর তিউনিসিয়া থেকে

গল্প

অতলের গহিনে

গেল একমাসের দুধের টাকা বাকি! আজ রাতে টাকা দিতে না পারলে পরের দিন সকালে দুধ দিবে না; বলে গেছে কাশেমের