রাত দিন রেগে গিয়ে
ছুঁড়ে দেয় কাদা সে,
হাবু মিয়া নাম তার
ও পাড়ার দাদা সে।
খেটে খাওয়া মানুষের
দেয় কাজে বাধা সে,
দিনটাকে মাটি করে
ধরে শুধু ধাঁধা সে।
কাজ কাম করে নাকো
ঠিক যেন বাবু সে,
যাকে তাকে মেরে ধরে
করে দেয় কাবু সে।
এর ওর কাছ থেকে
ধার নেয় টাকা সে,
পরিচয় দেয় রোজ
মন্ত্রীর কাকা সে।
সুন্দরী মেয়ে দেখে
দেয় শুধু শিষ সে,
বলে নাকি তার মতো
ছেলে নেই বিশ্বে!
রোজিনাকে দেখে রোজ
টিজ করে খালি সে,
তার কথা ভেবে ভেবে
মাথা দেয় বালিশে।
হাবু মিয়ার সাজা হলো
মেয়েটির নালিশে,
যাকে নাকি টিজ করে
মন্ত্রীর শালী সে।
গ্রেপ্তার হলো হাবু
জু্লাইয়ের সাতাশে,
দিন কাটে শোকে তার
জেলখানার বাতাসে।