দেবাশিস চক্রবর্তী ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ। দেবাশিস চক্রবর্তী পৃথিবিব্যাপী বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং মানব জীবনের সংকট নিয়ে পোস্টার ও চিত্র তৈরি করে থাকেন। ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে চলা গণঅভ্যুত্থানে তার পোস্টারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণঅভ্যুত্থানের ফলাফলস্বরূপ ৫ আগস্ট বাংলাদেশে একটি স্বৈরাচারের পতন ঘটে। এত স্বল্প সময়ের ব্যবধানে একটি স্বৈরাচারের পতনে সারা বিশ্ব অভিভূত হয়। গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও দেবাশিস চক্রবর্তী অভ্যুত্থানের সময়ের প্রেক্ষিতে কিছু পোস্টার ও চিত্রকর্ম বানিয়েছে যা বাংলাদেশের মানুষের মনকে নাড়া দিয়েছে।
দেবাশিস চক্রবর্তীর পোস্টারগুলোকে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের একটি অনন্য অংশ হিসেবে বিবেচনা করা যায়। তার চিত্রকর্মগুলো শুধু শিল্পের সৌন্দর্যই বহন করেনি, বরং আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল। বাংলাদেশে হাজারেরও বেশি ছাত্র ও জনতা শহীদ হওয়ার মধ্য দিয়ে শেষ হওয়া এই অভ্যুত্থানে দেবাশিসের পোস্টারগুলো আন্দোলনকারীদের মনোবল বৃদ্ধি এবং দেশব্যাপী বোধ জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করেছে।
মানবাধিকার লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, এবং জীবনযুদ্ধে সংগ্রামী মানুষের প্রতিকৃতি তার শিল্পকর্মে তুলে ধরা হয়েছে। অভ্যুত্থান চলাকালীন তার পোস্টারগুলো আন্দোলনের অন্যতম প্রধান প্রতীক হয়ে উঠে, যা শুধু প্রতিবাদীদেরই প্রভাবিত করেনি, বরং দেশের বাইরেও সচেতনতা ছড়িয়েছে। দেবাশিসের ডিজিটাল পোস্টারগুলো এখন পর্যন্ত আন্দোলনের স্মৃতি ধরে রেখেছে, এবং সেগুলো এখনো বিভিন্ন মিছিল ও সমাবেশে ব্যবহার করা হচ্ছে।
আমরা দেবাশিস চক্রবর্তীর বিশেষ অনুমতি নিয়ে ১৩টি গুরুত্ববহ পোস্টার নিয়ে একটি প্রদর্শনী আয়োজন করছি, যা গণঅভ্যুত্থানের ইতিহাস এবং বাংলাদেশের মানুষের লড়াইয়ের প্রতিফলন ঘটাবে।