অণুগল্প: ০১
শব্দ
নিঝুম রাত। চারিদিকে থমথমে একটা পরিবেশ। সবাই আপন কাজে লিপ্ত। হঠাৎ জোরে একটা শব্দ; আকাশ কাঁপানো শব্দ। চারিদিক তোলপাড়। তারপর আবার শব্দ; এবার সেটা থামবার নয়। অবিরত শব্দ। সবাই ছুটে চলেছে প্রাণ-পণে নিজেদের প্রাণ বাঁচাতে। কিন্তু, কিন্তু সবাই ব্যর্থ। সবাই আটকে যায় একটা শব্দে। সৃষ্টি হয় আরো একটা নতুন রক্তাক্ত ইতিহাস।
অণুগল্প: ০২
কান্না
মাঝে মাঝে ইচ্ছা হয় খুব জোরে চিৎকার করে কেঁদে মনটাকে হালকা করে ফেলি; কিন্তু পারি না। কারণ, আশেপাশের লোকজন আমার কান্নার শব্দ শুনে বুঝে যাবে আমি কাঁদছি। আমার কান্না তাাদের কাছে খুব কষ্টের; খুব হতাশার। কারণ, আমার কাঁধেই তো রয়েছে তাদের দায়িত্ব; তাদের ভবিষ্যৎ। তাইতো, চোখে লাগানো ভারি চশমাটা চোখ থেকে খুলে একপাশে সরিয়ে রেখে বালিশে মুখ গুজে ইচ্ছে মতো কাঁদতে থাকি। যাতে কেউ কখনো টের না পায় আমি কাঁদছি।