কিছুটা সময় এই কোলাহল, তারপর—
চলে যাবো সময়ের যাত্রী
অপেক্ষার বাহন জোরছে বাজায় হুইসেল
পকেটে জমা আছে ফিরতি টিকেট
চলে যাবো একদিন চলে যাবো সময়ের যাত্রী।
কাগজের শ্বেত পাতায় ব্যাকুল স্পর্শ
ভুল বানানে লেখা চিঠির বক্র হরফ
মর্মার্থের বিশুদ্ধ বিশদ বিবরণ
হয়নি কখনো হের-ফের বিন্দুসম।
তৃষ্ণার্ত চাতক এক ফোঁটা জল প্রার্থনা
মন জপে প্রেয়সীর নিটোল মায়াবী মুখ
প্রত্যাশার বারান্দায় ঘোরতর বৈশাখী ঝড়
পথ হারাবার পথে হারিয়ে যায় প্রেমিক নারী।
পুরনো সড়কে নেই আসা-যাওয়া আগেকার মতো
হেঁটে যায় ক্লান্তিহীন, পা-জোড়া
গন্তব্যহীন পথ যেতে যেতে নিরুদ্দেশ ঠিকানা৷