আবু তাহের
কবি ও গল্পকার
আবু তাহের

টিফিনবাক্স ও পাঁচ মশলা স্বাদ

বার পড়া হয়েছে
শেয়ার :

আবু তাহেরের তিনটি কবিতা


রক্তাক্ত ডালিম


অসময়ে ফেঁটে যাওয়া ডালিম, রক্তাক্ত বুক তুমি কাকে দেখাও? তুমিও কি ফলরাজ্যের অনাদৃত কোনো কবি? অসম দুঃখের ভারে ছুঁড়ে দিয়েছো আর্তনাদ! অথচ ফলাওকাঙ্ক্ষার দু’টো ড্রাকুলা দাঁত ছুটে আসছে তোমার দিকে! বৃন্তচ্যুত পর্যন্ত প্রতিক্ষা করো, গ্যাসবেলুন ভেবে উড়িয়ে দেবে তোমার সুস্বাদু হৃদপিণ্ডের আকাচা প্রশংসা।


টিফিনবাক্স ও পাঁচ মশলা স্বাদ


একটি টিফিনবাক্স থেকে শিখে নিতে পারি পৃথিবী বহনের কৌশল অথবা পাঁচ মশলার তৈরি তরকারীর স্বাদে বুঝে নিতে পারি পরস্পরের সম্পর্কগুলো। পথের বিছিন্নতায় বিস্বাদ হয়ে উঠছে পৃথিবী! জমজ ভাইটির মৃত্যু খবর ছাড়া সব খবরই অসমাপ্ত। নাড়ী কাঁটার পরেই মা, সন্তানের সংসার থেকে হয়ে যাচ্ছে আলাদা।


এন্টিনা ও ঘুড়ি


একটি পুরোনো এন্টিনায় আটকে গেছে একটি কাগজের ঘুড়ি, অনেকদিন আগে এক ফাল্গুনে। ছিঁড়তে পারেনি সে শক্ত সুতোর বাঁধন। বিলি কেটে গেছে হাওয়ায় হাওয়ায়। সব আবহ সহে উঠেছে একদিন। তবু কোনো দূরন্ত বালকের অপেক্ষা আছে কিনা কেউ জানে না। নিচে ছাদের হ্যাংকারে একটি শিশুশার্ট দোল খাচ্ছে উল্টাপাল্টা হাওয়ায়।

ট্যাগসমূহ

magnifiercrossmenu