জলের ভেতরে জল; কাছে এসে গান গায় তৃষা।
দূরের আগুনে পোড়ে– জলের জ্বালাপোড়া শরীর
কেন তার দুঃখের কপাল। সাথে পোড়ে চৈতালী দুপুর।
মেঘের বিকেল নিয়ে গান করে বিনিদ্র বাতাস।
ঘুমহীন আগুন ওড়ে জলের পোড়ামুখী মায়ায়।
এ-আগুন অচেনা ফাগুন। মানুষের নিঃস্ব কোলাহল।
ঘুঙুর প্রজাপতি পরাগ, জলেঢাকা অনুরাগী বায়ু।
পিঁপিড়ার উলঙ্গ নাচন। জ্বলজ্বলা চুল্লির বেদম জ্বলন।
কে-আয় উন্মুখ পোড়োবাড়ি জল। ভুলোপথ ছেড়ে গিয়ে
বাসাবাঁধি তোমার ছায়ায়। মেঘ বাড়ি মায়ার ঘোরে
কে-যেন এসেছিল জলের স্রোতসিনী নারীর ভ্রুণে।
এ-যেন শূন্যের ভিতরে শূন্যতা ডাকে শুধু আয়…