কাজী মহম্মদ আশরাফ
জন্ম: ১জানুয়ারি, ১৯৭৭, ৯ সুলতান সিকান্দার শাহ রোড, নারায়ণগঞ্জ। পৈতৃকবাস : মুন্সীগঞ্জ। উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ: আকালু (উপন্যাস)
কাজী মহম্মদ আশরাফ

জোড়া জোড়া হাত

বার পড়া হয়েছে
শেয়ার :

কাজী মহম্মদ আশরাফের তিনটি কবিতা


কেউ বোঝে না কেউ বোঝে


লোকাল বাসের চালকেরা বোধহয়
প্রতিজ্ঞা করেছে ডাস্টবিন দেখে দেখে
বাসটা থামাবে

গুনগুন করছিল কান
যে গানটা নজরুল লিখে যেতে পারেননি
অসহ্য দুর্গন্ধ সয়ে সয়ে বাস চালকেরা বীর

অনেক দুর্গন্ধ বিশারদ দেখেছি তাদের গন্ধ
নিজেরা বুঝতে পারেন না

অন্যেরটা বোঝেন সহজে


ভুলেও যদি


ভুলেও যদি জীবন শব্দটি একবার উচ্চারিত হয় মুখে
পরক্ষণেই নিজেকে মনে হয় দার্শনিক

হারানো হিরার আংটি খুঁজে পাওয়ার উপমা
হিরা বসানো গহনার মতো
যথাযোগ্য আসনের নির্বাচন
নিজেকে মনে হয় না নির্বাচন কমিশনার
পরাজিত প্রার্থীও মলিন পোস্টার

হোমপেজগুলো সুখী মানুষের মুখের প্রচ্ছদ
নিজেকে কখনোই মনে হয় না
শিরোপাজয়ী প্রচ্ছদতারকা

শুধু অভিজ্ঞতার স্মৃতিচারণেই
দার্শনিক ভাব ওঠে


জোড়া জোড়া হাত


সমর্থ তরুণদের জোড়া জোড়া হাত
অভিন্ন উদ্দেশে পরিচালিত
যদিও পরীক্ষাগারে
বহুবারে নির্নীত হয় জয়-পরাজয়
সাফল্যের হিসাব শেষে

সারিগানে সুর বেঁধে ধেয়ে যায়
ছুঁচালো গলুই ঢুকে পড়ে
সার্ত্রের পাতায়
প্রাচীন ঋষি বলেন, এটাই জীবন

যূথচারণা সন্দেহমূলক নয়
অসীমের যুক্তি ঠোঁটে আর জিভে
যদিও চোখে জল সীমানা খোঁজে
এখানেই নামে ছড়ির ভর

ট্যাগসমূহ

magnifiercrossmenu