সাহানা মহাম্মদ হাসান

চিরকুট

বার পড়া হয়েছে
শেয়ার :

সাহানা মহাম্মদ হাসান-এর একটি কবিতা


চিরকুট


ঘরময় ছড়ানো ছিটানো মালপত্র
একপাশে গ্যাস সিলিন্ডার, স্টোভ
থালায় এখনও আধা খাওয়া ভাত
ভর্তা আর মামলেট ডিম।

তিনখানা শার্ট আর দুইখানা প্যান্ট
হ্যাঙ্গারে ঝুলছে এখনও।

পুবকোণে পরে আছে সাপ্তাহিক চাকরি পত্রিকা
কিছু জব গাইড এবং
স্বরোচিত কাব্য ও কবিতা
পুস্তকশূন্য টেবিলে চিরকুটে লেখা–
‘আমার আত্মহত্যার জন্য দায়ী শুধু রাষ্ট্রযন্ত্র।’

ট্যাগসমূহ

magnifiercrossmenu