মাসুদুল হক

বিমানতরঙ্গ

বার পড়া হয়েছে
শেয়ার :

মাসুদুল হকের কাব্যগুচ্ছ


বিমানতরঙ্গ 


১. বিচ্ছেদপত্র

বিমান বন্দরে এলেই
তোমার কথা মনে পড়ে

আমাদের যৌথভাবে
বিশ্বভারতী যাবার কথা ছিল

অথচ রান‌ওয়ে জুড়ে
তোমার ছায়া পড়ে আছে

২. তৃতীয় বিশ্ব 

নিরাপত্তা বলয়, সাইরেনের শব্দ
রান‌ওয়ে আর সিগন্যাল লাইটিংয়ের
ভেতর দিয়ে
বিমানের দিকে হাটতে থাকলে
নিজেকে শরণার্থী মনে হয় !

৩. একটি পরিপত্র 

বিমানবালার হাতে
বহুদিন পর
জলের সঙ্গে স্ন্যাকসের
দেখা পেলে

বোঝা যায়
দেশে আর করোনা নেই!

ট্যাগসমূহ

magnifiercrossmenu