শূন্যের ভিতরে শূন্য

জলের ভেতরে জল; কাছে এসে গান গায় তৃষা।
দূরের আগুনে পোড়ে– জলের জ্বালাপোড়া শরীর
কেন তার দুঃখের কপাল। সাথে পোড়ে চৈতালী দুপুর।
মেঘের বিকেল নিয়ে গান করে বিনিদ্র বাতাস।
ঘুমহীন আগুন ওড়ে জলের পোড়ামুখী মায়ায়।
এ-আগুন অচেনা ফাগুন। মানুষের নিঃস্ব কোলাহল।
ঘুঙুর প্রজাপতি পরাগ, জলেঢাকা অনুরাগী বায়ু।
পিঁপিড়ার উলঙ্গ নাচন। জ্বলজ্বলা চুল্লির বেদম জ্বলন।
কে-আয় উন্মুখ পোড়োবাড়ি জল। ভুলোপথ ছেড়ে গিয়ে
বাসাবাঁধি তোমার ছায়ায়। মেঘ বাড়ি মায়ার ঘোরে
কে-যেন এসেছিল জলের স্রোতসিনী নারীর ভ্রুণে।

এ-যেন শূন্যের ভিতরে শূন্যতা ডাকে শুধু আয়…

বি. দ্র. দর্পণে প্রকাশিত সকল লেখার স্বত্ব দর্পণ ম্যাগাজিন কর্তৃক সংরক্ষিত। দর্পণ থেকে কোনো লেখার অংশ অন্যত্র প্রকাশের ক্ষেত্রে দর্পণের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

একই ধরনের লেখা

দর্পণে লিখুন

গল্প, কবিতা, প্রবন্ধ, মুভি পর্যালোচনা, বই আলোচনা, ভ্রমণ অথবা দর্পণের যে কোনো বিভাগে

লেখা পাঠানোর ইমেইল

editor@dorpon.com.bd
নিয়মাবলী জানতে ক্লিক করুন
ADVERTISEMENT
মাসওয়ারি
কবিতা

শকুন্তলা সংখ্যা: ‘মাহিরা রুবি’-এর কবিতা

দর্পণের বিশেষ সংখ্যা ‘শকুন্তলা’-তে প্রকাশিত মাহিরা রুবি-এর তিনটি কবিতা তুমি ঘুমিয়ে গেলে তুমিও চন্দ্রবিন্দু; বিস্ময়চিহ্নের আগে তোমাকে বসিয়ে দিলে চুম্বনও

প্রবন্ধ

ছাত্র-শিক্ষক: সম্পর্কের প্রান্ত-যোগ-২

শার্লট ব্রন্টি তাঁর ‘জেন আয়ার’ উপন্যাসটিতে সেই দায়বোধের বিষয়টিকে তার প্রকৃত জীবনবোধ থেকে উৎসারিত সত্যের মাধ্যমে আমাদের সামনে ফুটিয়ে তুলতে

বই

সেই সময়: সুনীলের ঐতিহাসিক উপন্যাস

পলাশ মজুমদারের বই পর্যালোচনা সেই সময়: সুনীলের ঐতিহাসিক উপন্যাস সাম্প্রতিককালের উভয় বাংলার সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায় এক প্রবাদপ্রতিম কথাশিল্পী। কথাসাহিত্য ও

গল্প

হলুদ পোড়া

সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে-পরে গাঁয়ে দু-দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান মদ্দ পুরুষ এবং ষোল-সতের