দর্পণে লিখুন

  • লেখা প্রেরণ (Submit) করতে হবে ই-মেইলযোগে। লেখা পাঠানোর ইমেইল: editor@dorpon.com.bd। লেখা পাঠাতে হবে ওয়ার্ড ফাইলে (doc/docx) অথবা ইমেইল বডিতে কপি পেইস্ট করে।

  • আপনি যে কোনো ফন্টে (বিজয় কিংবা অভ্র) আপনার লেখাটি প্রেরণ করতে পারবেন।

  • যে কোনো বিভাগে যে কোনো সময় লেখা পাঠাতে পারবেন।
  • লেখা প্রেরণের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে–
    • লেখাটি অপ্রকাশিত হতে হবে।
    • সর্বোচ্চ কোনো শব্দসীমা নেই।
    • কবিতা পাঠানোর ক্ষেত্রে একসঙ্গে কমপক্ষে ৩টি কবিতা পাঠাতে হবে।
    • প্রবন্ধ হতে হবে প্রাঞ্জল।
  • প্রথম বার দর্পণে লেখা পাঠালে লেখার সাথে অবশ্যই আপনার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠাবেন। জীবন বৃত্তান্তে শুধুমাত্র লেখকের জন্মস্থান, জন্মতারিখ ও উল্লেখযোগ্য প্রকাশিত বই সম্পর্কে লিখবেন। অতিরিক্ত বইয়ের তালিকা দেবেন না বা জীবনবৃত্তান্ত দীর্ঘ করবেন না। 
  •  লেখার সাথে অবশ্যই আপনার মোবাইল নম্বর প্রেরণ করবেন।

লেখা জমা দেবার পর যা হবে

  • লেখা জমা দেয়ার পরে আমাদের সম্পাদনা বোর্ড আপনার লেখাটি পর্যালোচনা করবে।
  • আপনার লেখাটি গৃহীত হলে উপযুক্ত সম্পাদনার পরে তা প্রকাশ করা হবে। প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করা হবে।
  • নির্বাচিত লেখা ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হয়।