শকুন্তলা সংখ্যা: ‘নুসরাত নুসিন’-এর কবিতা


দর্পণের বিশেষ সংখ্যা ‘শকুন্তলা’-তে প্রকাশিত নুসরাত নুসিন-এর তিনটি কবিতা


তোমার বেহালা


বিবিধ বিষের মতো শুয়ে আছি। সমস্ত দিনশেষে স্বাদে। বিবিধ দিনশেষে
বিষাদে। অন্ধকার থ্যালাসেমিয়া, অন্ধকার নিদান, বিষবাষ্পের কণা উড়ছে।

শরীর ছায়া হলে পাখি কলরব, পাখি জাগরণ, পাখি জাগে না।
সন্ধ্যা অসারতা, কাল অসারতা, তিনদিকে ফটফটে আলো।

কোথাও গলি-ঘুপছি নেই। ছায়া আছে, মাংসের পানির ঘ্রাণ।
তোমার বেহালা নিচু হতে হতে অসুরে নেমেছে। এই বাষ্পবায়ু,
এই উদগ্র টান, তরকারি মন চড়া হতে হতে কিচেনে মজেছে।


কল্পনা করো ম্যাজিক মোমেন্ট


সত্যি বলছি, কলহসুরে আমি আর নাই। এই সুরা ও সুরপথ ভ্যাপসা ঋতুকাল।
তুমি কল্পনা করো ম্যাজিক মোমেন্ট, গরমকাল। আমি কদাচিৎ হেঁটে যেতে চাই।

সম্মুখে ঋতুপরিবর্তন
সম্মুখে পতন
সম্মুখে খেলা
সম্মুখে আমি আর নাই।

ঋতুপরিবর্তনের কালে পাতারা জানে বদল, প্রণয়ে মৃত্যুর প্রক্রিয়া।


সুলতার কোকিল উড়ে যায়


ঋতুবদলে জীবন বহিয়া যায়। সুলতার কোকিল উড়ে যায়।

একটা ভ্রমের পাখির আওয়াজ বহুদিন পিছু ধরেছে। মাটির গানেরা
সব আল ধরে চলে। এক লক্ষ কামিনীর চারা পুঁতে যায় আর ঋতুহীন
বীজ ফেলে যায়।

ছায়ার পাশে দাঁড়ালে ছায়া সরে যায়। মৌসুমে তার কোকিল উড়ে যায়।

বি. দ্র. দর্পণে প্রকাশিত সকল লেখার স্বত্ব দর্পণ ম্যাগাজিন কর্তৃক সংরক্ষিত। দর্পণ থেকে কোনো লেখার অংশ অন্যত্র প্রকাশের ক্ষেত্রে দর্পণের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

একই ধরনের লেখা

দর্পণে লিখুন

গল্প, কবিতা, প্রবন্ধ, মুভি পর্যালোচনা, বই আলোচনা, ভ্রমণ অথবা দর্পণের যে কোনো বিভাগে

লেখা পাঠানোর ইমেইল

editor@dorpon.com.bd
নিয়মাবলী জানতে ক্লিক করুন
ADVERTISEMENT
মাসওয়ারি

একটা কাকের মৃত্যুতেও শোক হয় – বাসার তাসাউফ

লেখক সম্পর্কে কুমিল্লা জেলার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন। পিতার নাম মো. মাজু উদ্দিন ভূঁইয়া। শিক্ষা– এম.এস.এস (কুমিল্লা ভিক্টোরিয়া

অশ্বত্থ বটের পথে

অশ্বত্থ বটের পথে অনেক হয়েছি আমি তোমাদের সাথী; ছড়ায়েছি খই ধান বহুদিন উঠানের শালিখের তরে; সন্ধ্যায় পুকুর থেকে হাঁসটিরে নিয়ে

কবিতা

কলমি লতা

শারমিন সুনতানা রীনার ১টি কবিতা কলমি লতা তোমাকে হারানোর ব্যথা ভুলে যেতে ফিরে যাই কৈশরের স্মৃতিময়তায় মায়ের চোখ ফাঁকি দিয়ে