টিফিনবাক্স ও পাঁচ মশলা স্বাদ


আবু তাহেরের তিনটি কবিতা


রক্তাক্ত ডালিম


অসময়ে ফেঁটে যাওয়া ডালিম, রক্তাক্ত বুক তুমি কাকে দেখাও? তুমিও কি ফলরাজ্যের অনাদৃত কোনো কবি? অসম দুঃখের ভারে ছুঁড়ে দিয়েছো আর্তনাদ! অথচ ফলাওকাঙ্ক্ষার দু’টো ড্রাকুলা দাঁত ছুটে আসছে তোমার দিকে! বৃন্তচ্যুত পর্যন্ত প্রতিক্ষা করো, গ্যাসবেলুন ভেবে উড়িয়ে দেবে তোমার সুস্বাদু হৃদপিণ্ডের আকাচা প্রশংসা।


টিফিনবাক্স ও পাঁচ মশলা স্বাদ


একটি টিফিনবাক্স থেকে শিখে নিতে পারি পৃথিবী বহনের কৌশল অথবা পাঁচ মশলার তৈরি তরকারীর স্বাদে বুঝে নিতে পারি পরস্পরের সম্পর্কগুলো। পথের বিছিন্নতায় বিস্বাদ হয়ে উঠছে পৃথিবী! জমজ ভাইটির মৃত্যু খবর ছাড়া সব খবরই অসমাপ্ত। নাড়ী কাঁটার পরেই মা, সন্তানের সংসার থেকে হয়ে যাচ্ছে আলাদা।


এন্টিনা ও ঘুড়ি


একটি পুরোনো এন্টিনায় আটকে গেছে একটি কাগজের ঘুড়ি, অনেকদিন আগে এক ফাল্গুনে। ছিঁড়তে পারেনি সে শক্ত সুতোর বাঁধন। বিলি কেটে গেছে হাওয়ায় হাওয়ায়। সব আবহ সহে উঠেছে একদিন। তবু কোনো দূরন্ত বালকের অপেক্ষা আছে কিনা কেউ জানে না। নিচে ছাদের হ্যাংকারে একটি শিশুশার্ট দোল খাচ্ছে উল্টাপাল্টা হাওয়ায়।

বি. দ্র. দর্পণে প্রকাশিত সকল লেখার স্বত্ব দর্পণ ম্যাগাজিন কর্তৃক সংরক্ষিত। দর্পণ থেকে কোনো লেখার অংশ অন্যত্র প্রকাশের ক্ষেত্রে দর্পণের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

একই ধরনের লেখা

দর্পণে লিখুন

গল্প, কবিতা, প্রবন্ধ, মুভি পর্যালোচনা, বই আলোচনা, ভ্রমণ অথবা দর্পণের যে কোনো বিভাগে

লেখা পাঠানোর ইমেইল

editor@dorpon.com.bd
নিয়মাবলী জানতে ক্লিক করুন
ADVERTISEMENT
মাসওয়ারি

দাঙ্গা – সোমেন চন্দ

লোকটি খুব তাড়াতাড়ি পল্টনের মাঠ পার হচ্ছিল। বোধ হয় ভেবেছিল, লেভেল ক্রসিং-এর কাছ দিয়ে রেলওয়ে ইয়ার্ড পড়ে নিরাপদে নাজিরাবাজার চলে

পিরামিড

বেলা বয়ে যায় গোধূলির মেঘ-সীমানায় ধূম্র মৌন সাঁঝে নিত্য নব দিবসের মৃতু্যঘন্টা বাজে! শতাব্দীর শবদেহে শ্মশানের ভষ্মবহ্নি জ্বলে! পান্থ ম্লান

কবিতা

এই সব দিনরাত্রি

মনে হয় এর চেয়ে অন্ধকারে ড়ুবে যাওয়া ভালো। এইখানে পৃথিবীর এই ক্লান্ত এ অশান্ত কিনারা দেশে এখানে আশ্চর্য সব মানুষ