গার্হস্থ্য বিজ্ঞান


রিগ্যান এসকান্দারের তিনটি কবিতা


পরাগায়ন


ফুলের হয়েছে এপেন্ডিসাইটিস।
অপারেশন করবেন ডাক্তার প্রজাপতি,
তাকে খুঁজেই পাচ্ছি না।
তিনি গেছেন বনে বনে,
শুনেছি, চরিত্রে কিঞ্চিৎ দোষ আছে।
প্লিজ ডাক্তার, তাড়াতাড়ি আসুন,
পাপড়ির পেটে দারুণ ব্যথা।


আদর


অনাদরে সূর্যটা পুড়ে যাচ্ছে।
মাথায় হাত বুলিয়ে দিলাম,
আদরে সারা রাত সূর্যটা ঘুমিয়ে গেল।
অনাদরে তুমি পুড়ে যাচ্ছ।
মাথায় হাত বুলিয়ে দিলাম,
আদরে সারা রাত তুমি আমাকেই ঘুমতে দিলে না।


গার্হস্থ্য বিজ্ঞান


রাঁধুনী, আমাকেই রেঁধে ফ্যালো
দেখি কেমন শিখেছ তুমি গার্হস্থ্য বিজ্ঞান।


 

বি. দ্র. দর্পণে প্রকাশিত সকল লেখার স্বত্ব দর্পণ ম্যাগাজিন কর্তৃক সংরক্ষিত। দর্পণ থেকে কোনো লেখার অংশ অন্যত্র প্রকাশের ক্ষেত্রে দর্পণের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

একই ধরনের লেখা

দর্পণে লিখুন

গল্প, কবিতা, প্রবন্ধ, মুভি পর্যালোচনা, বই আলোচনা, ভ্রমণ অথবা দর্পণের যে কোনো বিভাগে

লেখা পাঠানোর ইমেইল

editor@dorpon.com.bd
নিয়মাবলী জানতে ক্লিক করুন
ADVERTISEMENT
মাসওয়ারি

অপরাজিতা

শুনতে পাচ্ছো, আমি তোমার সেই অপরাজিতা বলছি। একদিন যাকে বাগান থেকে তুলে সাজিয়েছিলে ফুলদানীতে, যার সুবাসে হয়েছিলে সুরভিত, তারপর তোমার

গল্প

নষ্টনীড়

প্রথম পরিচ্ছেদ   ভূপতির কাজ করিবার কোনো দরকার ছিল না। তাঁহার টাকা যথেষ্ট ছিল, এবং দেশটাও গরম। কিন্তু গ্রহবশত তিনি

কবিতা

সংবাদ শিরোনাম

বকুল আহমেদের তিনটি কবিতা সংবাদ শিরোনাম ঈশ্বরের আকাশে হোলিমেঘ রঙধনুর অট্টহাসিতে জীবন আমাদের বিষাদী উপাখ্যান; লাখো প্রাণ– মেঘেদের সফেদ রঙ

কোথাও মঠের কাছে

কোথাও মঠের কাছে — যেইখানে ভাঙা মঠ নীল হয়ে আছে শ্যাওলায় — অনেক গভীর ঘাস জমে গেছে বুকের ভিতর, পাশে