এদেশে চিত্রশিল্পীদের মধ্যে যে কয়েকজন তাদের চিত্রকর্ম দিয়ে দেশ-বিদেশের মানুষদের কাছে পরিচিতি লাভ করেছেন তাঁদের মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন অন্যতম। ‘৪৩-এর দুর্ভিক্ষের সময় তাঁর আঁকা চিত্রকর্মগুলো আজ অবধি মানুষকে সেই সময়ের ভয়াবহতা সম্পর্কে উপলব্ধি করতে সহায়তা করে। আমাদের এই চিত্রকর্ম গ্যালারিতে তাঁর আঁকা ২০টি চিত্রকর্ম সংযুক্ত করা হলো।