তিন বছরের পাহাড়

এক ছিল গ্রাম। সেই গ্রাম ঘেঁষে ছিল একটা ছোট পাহাড়। পাহাড়ের নামটা একটু ভিন্ন প্রকৃতির। লোকে একে বলতো, তিন বছরের পাহাড়। এই নামের পিছনে কিন্তু কারণও আছে। অনেকে বলে, ওই পাহাড়ে উঠতে গিয়ে কেউ যদি পড়ে যায়, তাহলে সে তিন বছরের মধ্যে মারা যাবে। একদিন একজন বয়স্ক লোক সেই পাহাড়ে উঠতে উঠতে দেখে একটা খরগোশ। খোরগোশটাকে ধরতে গিয়ে সে পাহাড় থেকে পড়ে গেল। সে ভাবল, তার হাতে আর মাত্র তিন বছর সময় আছে। এসব ভেবে ভেবেই সে অসুস্থ হয়ে গেল। কয়েকদিন পর তার পাশের বাসার এক বাচ্চা ছেলে এসে বললো, “দাদু, তুমি কোনো চিন্তা করো না, কারণ তুমি যদি পাহাড় থেকে একবার পড় তাহলে ৩ বছর বাঁচবে, কিন্তু যদি দুইবার পড়, তাহলে ৬ বছর বাঁচবে। সহজ হিসাব।” একথা শুনে বয়স্ক লোকটি মনে একটু সাহস পেল। লোকটি আবার আনন্দের সাথে পাহাড় বেয়ে উপরে উঠতে লাগলো। সে তারপর অনেকবার পাহাড় থেকে পড়ে গেল, কিন্তু তার মনে আর দুশ্চিন্তা আসলো না। সে ভাবলো, একেকবার পড়ে যাওয়াতে তার আয়ু বেড়েই চলছে। তারপর বয়স্ক লোকটির অসুখ সেরে গেল এবং সে সুখে-শান্তিতে বাকীটা জীবন পার করে দিল।

 

উপদেশ: ছোট ভুলের জন্য দুশ্চিন্তা করা উচিৎ নয়।

বি. দ্র. দর্পণে প্রকাশিত সকল লেখার স্বত্ব দর্পণ ম্যাগাজিন কর্তৃক সংরক্ষিত। দর্পণ থেকে কোনো লেখার অংশ অন্যত্র প্রকাশের ক্ষেত্রে দর্পণের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

একই ধরনের লেখা

দর্পণে লিখুন

গল্প, কবিতা, প্রবন্ধ, মুভি পর্যালোচনা, বই আলোচনা, ভ্রমণ অথবা দর্পণের যে কোনো বিভাগে

লেখা পাঠানোর ইমেইল

editor@dorpon.com.bd
নিয়মাবলী জানতে ক্লিক করুন
ADVERTISEMENT
মাসওয়ারি
গল্প

অদলবদল

আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। ব্রাজিল বনাম আর্জেন্টিনা। ভারতীয় সময় ঠিক রাত বারোটায় খেলা শুরু হবে। পল্টু আর শিবু খেয়েদেয়ে

ঘরের ভিতরে দীপ জ্বলে ওঠে সন্ধ্যায়

ঘরের ভিতরে দীপ জ্বলে ওঠে সন্ধ্যায়—ধীরে ধীরে বৃষ্টি ক্ষান্ত হয় ভিজে চালে ডুমুরের পাতা ঝরে—শালিখ বসিয়া থাকে মুহূর্ত সময় জানালার

একটি কবিতা

আমার আকাশ কালো হতে চায় সময়ের নির্মম আঘাতে; জানি, তবু ভোরে রাত্রে, এই মহাসময়েরই কাছে নদী ক্ষেত বনানীর ঝাউয়ে ঝরা

এখানে ঘুঘুর ডাকে অপরাহ্নে

এখানে ঘুঘুর ডাকে অপরাহ্নে শান্তি আসে মানুষের মনে; এখানে সবুজ শাখা আঁকাবাঁকা হলুদ পাখিরে রাখে ঢেকে; জামের আড়ালে সেই বউকথাকওটিরে