ফরিদুর রেজা খান
জন্ম ৬ এপ্রিল, নেত্রকোনা জেলায়। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যয়নরত। তিনি একজন তরুণ গল্পকার এবং চলচ্চিত্র সমালোচক।
ফরিদুর রেজা খান

আমাদের নবীন কারিগর, ওয়েব সিরিজ ‘মহানগর’ এবং ওটিটি প্লাটফর্ম

বার পড়া হয়েছে
শেয়ার :

ওটিটি (Over the Top) প্ল্যাটফর্মে বাংলাদেশের পথচলা খুব বেশি দিনের নয়। শুরুতে কয়েকটি দেশীয় প্ল্যাটফর্ম কাজ শুরু করলেও দর্শকের চাহিদার সাথে অসামঞ্জস্যতা, দুর্বল এপ ইউজার ইন্টারফেস ও আনুসঙ্গিক বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এই দেশে জনপ্রিয় হয়ে উঠতে একটু সময় নেয় এই অপেক্ষাকৃত নতুন ধারণাটি। তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি ভিন্নধর্মী কাজ ও উপস্থাপনার ধরণের জন্য ব্যতিক্রম রুচির দর্শকদের কাছে পছন্দের তালিকায় উঠে আসে কিছু ওটিটি উদ্যোগ। ‘আগস্ট ১৪’ বা ‘তাকদীর’-এর মতো কাজগুলো দর্শক ও বোদ্ধাদের মাঝে তুমুল জনপ্রিয় ও আলোচিত-সমালোচিত হয়। সম্প্রতি ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এন্টারটেইনমেন্টস এর ওটিটি প্ল্যাটফর্ম হইচই এ সাড়া ফেলেছে চলতি বছরের ২৫ জুন মুক্তি পাওয়া থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘মহানগর’। রাজধানী ঢাকার একটি থানা এবং একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ৮ পর্বের ৩ ঘন্টা ব্যাপ্তির এই ওয়েব সিরিজটি ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ এবং পশ্চিম বাংলায়।


মহানগর’ এর কুশীলব: পর্দার সামনে পেছনে


ওয়েব সিরিজ ‘মহানগর’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আশফাক নিপুণ। সিরিজটির কাহিনী ও চিত্রনাট্যও পরিচালক আশফাক নিপুণের। সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, লুৎফর রহমান জর্জ, মোস্তাফিজুর নুর ইমরান, খায়রুল বাশার, রুকাইয়া জাহান চমক, নিশাত প্রিয়ম, নাসিরউদ্দিন খান, শাহেদ আলী প্রমুখ। পর্দার পেছনের কুশীলবরাও উল্লেখের অযোগ্য নন। ইডিট এবং ডিআই এর কাজে ছিলেন এইচএম সোহেল, সাউন্ড ডিজাইনে রিপন নাথ, ব্যাকগ্রাউন্ড স্কোরিং এ জাহিদ নিরব। ফটোগ্রাফিতে দিক নির্দেশনা দিয়েছেন বরকত হোসেন পলাশ, আর্ট ডিরেকশনে ছিলেন কাজী তানভীর রশিদ অপু। কস্টিউম ডিজাইন করেছেন ফারজানা সান। সিরিজটির এক্সিকিউটিভ প্রডিউসার পারভেজ আমিন, শো ক্রিয়েটর পরিচালক আশফাক নিপুণ।

ওয়েব সিরিজ ‘মহানগর’ এর প্রথম মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র ওসি হারুনের ভূমিকায় অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম। ইউটিউবের খাতিরে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে তুমুল জনপ্রিয় এই টিভি এবং বড় পর্দার অভিনেতা সম্প্রতি কাজ করেছেন ওপার বাংলার খ্যাতনামা পরিচালক ব্রাত্য বসু নির্মিত চলচ্চিত্র ‘ডিকশনারি’-তে। মকর কান্তি চট্টোপাধ্যায়-এর ভূমিকায় মোশাররফ করিমের অভিনয় ওপার বাংলায় প্রশংসিত হয়েছে ‘ডিকশনারি’-এর মুক্তির সময় থেকেই। মূলত মোশাররফ করিমের এই সার্বিক গ্রহণযোগ্যতাই বাংলাদেশে নির্মিত এই ওয়েব সিরিজটিতে বিশেষত্ব ও ভালোলাগা যোগ করেছে। সিরিজ ‘মহানগর’ প্রশংসিত হয়েছে সীমান্তের এপার এবং ওপারেও। পশ্চিমবঙ্গের মিডিয়াগুলোতে ওয়েব সিরিজ ‘মহানগর’ নিয়ে হয়েছে প্রশংসা; ভারতীয় বাঙালি নেটিজেনদের সোশ্যাল মিডিয়া কর্মকান্ডও ওপার বাংলায় ওয়েব সিরিজ ‘মহানগর’ এর গ্রহণযোগ্যতা তুলে ধরে।

সাব ইন্সপেক্টর মলয় এর ভূমিকায় অভিনয় করেছেন তরুণ ও অপেক্ষাকৃত নতুন মুখ মোস্তাফিজুর নুর ইমরান। শক্তিমান অভিনেতা মোশাররফ করিমের পাশে স্বাভাবিকভাবেই ম্লান হয়ে যাওয়ার কথা ছিলো এই চরিত্রটির, কিন্তু আপন অভিনয়-উৎকর্ষে পুরো সিরিজজুড়েই একটি বিশেষ জায়গা দখল করে ছিলেন এসআই মলয়। দায়িত্বের প্রতি নিষ্ঠা, তারুণ্য বা মামলার জট খুলতে প্রচেষ্টা-সবকিছুই তার অভিনয়ে উঠে এসেছে। এর আগেও একই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘মানি হানি’-তে নিজ অভিনয় মেধার প্রমাণ রেখেছিলেন তিনি, তবে ওয়েব সিরিজ ‘মহানগর’-এ তার অভিনয় তাকে নিয়ে এসেছে লাইমলাইটে।

আফনান চৌধুরি, যাকে ঘিরে এই সাত ঘন্টার মহানগর-সেই আফনান চৌধুরির চরিত্রে শ্যামল মাওলার অভিনয়ও ছিলো অত্যন্ত মাপা এবং সহজাত। যতটুকু ভারীভাবে এই চরিত্রটিকে উপস্থাপন করা যায় ততটুকু ভারীভাবেই শ্যামল মাওলা তুলে ধরেছেন আফনান চৌধুরিকে।

মোস্তাফিজুর নুর ইমরান এবং আফনান চৌধুরিকে একই সাথে দেখা গিয়েছিলো ওটিটি প্ল্যাটফর্ম হইচই এর আরেকটি অরিজিনাল সিরিজ তামিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত ‘মানি হানি’-তে। সেই ধারাবাহিকতায় দুজনেরই অভিনয় ছিলো প্রত্যাশার পরিপূরক এবং তুলনামূলক আরও সহজাত, আরও জীবন্ত।


জাদুর মহানগর, মহানগরের জাদু:


তৃতীয় বিশ্বের বা তুলনামূলক অনুন্নত অঞ্চলের দেশগুলোতে রাজনৈতিক-সামাজিক প্রভাব, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্তৃপক্ষের নীতিবহির্ভূত কর্মকাণ্ড, স্বজনপ্রীতি বা বিচারহীনতার মতো ঘটনাগুলো খুব স্বাভাবিক; উদাহরণ হিসেবেও জীবন্ত। ঠিক তেমনই একটি প্লটে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘মহানগর’। সামাজিকভাবে প্রভাবশালী আলমগীর চৌধুরির ছেলে আফনান চৌধুরির মদ্যপ অবস্থায় হিট এন্ড রানের ঘটনাটিকে ধামাচাপা দেয়ার প্রচেষ্টা মূলত এই সমাজের বা এই অঞ্চলের মহানগরীগুলোর প্রতিনিয়ত ঘটনা বা প্রবণতা।

ক্যামেরার সামনে থাকা প্রতিটি মুখ্য চরিত্রের সহজাত ও প্রাণবন্ত অভিনয়শৈলী এই ওয়েব সিরিজিটিকে অনন্য ও বিশেষত্বপূর্ণ করে তুলেছে। ওয়েব সিরিজিটিতে ওসি হারুন-এর চরিত্রটিকে যেকোনো থানার চৌকস অফিসার ইনচার্জ এর সাথে মেলালে অস্বাভাবিক হবে না যা মূলত আশফাক নিপুণ এবং মোশাররফ করিমেরই কীর্তি।

চলচ্চিত্র অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করা রুকাইয়া জাহান চমক অল্প সময়ের জন্য স্ক্রিনে আসলেও আপন অভিনয়শৈলীতে রেশ রেখে গেছেন ওয়েব সিরিজের পুরোটা জুড়ে। ‘মানি হানি’, ‘ঠান্ডা’, ‘বরফ কলের গল্প’ বা ‘দ্য নক’ এর মতো ওয়েব সিরিজগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করা নিশাত প্রিয়ম এর স্বল্প সময়ের উপস্থিতিও স্ক্রিনে রেশ রেখে গেছে ‘মহানগর’ এর পুরো প্রথম মৌসুম জুড়ে। তাকদীরের দিলীপ চরিত্রের মতোই ব্যতিক্রম ও ক্যারিশমাটিক অভিনয়শৈলী দিয়ে ওয়েব সিরিজ ‘মহানগর’ এও দর্শকদের নজর কেড়েছেন নাসির উদ্দীন খান। শক্তিশালী, অভিজ্ঞ ও পরিণত  অভিনেতা লুৎফর রহমান জর্জ বা শাহেদ আলীও স্ক্রিনের সময়টুকুতে চিনিয়েছেন নিজ জাত।

ক্যামেরার পেছনের গল্প, সংলাপ বা সিনেমাটোগ্রাফিতে পরিচালক আশফাক নিপুণ দেখিয়েছেন সহজাত ও স্বকীয় নৈপুণ্য। অনেকেই এই সিরিজটির চিত্রনাট্য নিয়ে সমালোচনা করলেও একজন দর্শক হিসেবে আমি বলব, এই চিত্রনাট্য একটি স্লো থ্রিলিং এর স্বাদ দিয়েছে যা হয়তোবা আশফাক নিপুণেরই নৈপুণ্য। পর্দার পেছনের কুশীলবদের পেশাদার কাজ সিরিজটিতে দর্শক-তৃপ্তি এনে দিয়েছে। ক্যামেরার ফ্রেমিং থেকে শুরু করে আবহসঙ্গীত, সব কিছুতেই ছিলো নৈপুণ্য।

বলাই বাহুল্য, ওটিটি প্ল্যাটফর্মের দিকে ব্যতিক্রম রুচি ও স্বাদের দর্শকদের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে ওয়েব সিরিজ ‘মহানগর’। ভবিষ্যত সময়ের উদ্যোগগুলোতেও ‘মহানগর’-এর মতো সিরিজগুলোর এই গ্রহণযোগ্যতা অনুপ্রেরণা ও সাহস যোগাবে নবীণ নির্মাতাদের।

ট্যাগসমূহ

magnifiercrossmenu