মাঘ মাসের শুরুর দিকে একদিন কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে নাজমা।
“আইব্যাতো মাইয়া পোয়াতি হইছে!” ছি ছি রব ওঠে গাঁয়ে। সকলেই থুতু ছিটায়, বড়বাড়ির অন্দরে ঢুকে কার যাদুবৃষ্টিতে পোয়াতি হলো মেয়েটি, সেইসব ইতিহাস ঘাটতে যায় না কেউ।
তালুকদাররা তাকে আর কাজে রাখবে না। কুলটা নারীকে এ গাঁয়ে কাজ দেবে না কেউই।
পোয়াতি মেয়েকে ইচ্ছেমতো গালি দেয় মা। “খাওন যোগাইতে যাইয়া আর একখান মুখ লইয়াইছো মাগী, এহন না জোটবে ভাত, না জোটবে ভাতার। মরতে পারো না!”