ঈশপ
জন্ম: খ্রিস্টপূর্ব ৬২০ - খ্রিস্টপূর্ব ৫৬৪) বিখ্যাত ও প্রাচীন গ্রীক লেখক ছিলেন। খ্রিস্ট-পূর্ব ষষ্ঠ শতকে তিনি পশু-প্রাণীদের ঘিরে অনেকগুলো উপ-কথা বা কল্পকাহিনী মুখে বলার মাধ্যমে অনেকগুলো নীতি-কথা ব্যক্ত করে আধুনিক বিশ্বে অমর হয়ে রয়েছেন।
ঈশপ

ব্যাঙ ও বাচ্চা ছেলেপুলে

বার পড়া হয়েছে
শেয়ার :

একদা আমাদের হরিচরণের বাগানে কয়েকজন ছেলেপুলে খেলা করছিল। বাগানের একদম মাঝখানে একটা পুকুর। ছেলেপুলেগুলা খেলতে খেলতে ওই পুকুরের ধারে চলে গেল। যেয়ে দেখে, পুকুরে অনেক ব্যাঙ৷ ছেলেপুলেদের ভিতর একজন বলে উঠলো, “ওই দেখ দেখ! ব্যাঙ! চল ব্যাঙ নিয়ে খেলি।”

একথা বলেই ছেলেটি ব্যাঙদের দিকে ঢিল ছুঁড়তে শুরু করে দিল। তার দেখাদেখি বাকিরাও ঢিল মারতে লাগলো। সেই ঢিলের আঘাতে বেচারা ব্যাঙ-রা আতঙ্কে লাফঝাঁপ শুরু করে দিল। কয়েকটা তো মরেই গেল। অবস্থা বেগতিক দেখে, একটা বৃদ্ধ ব্যাঙ তার মাথাটা জল থেকে তুলে ছেলেপুলেদের উদ্দেশ্যে বললো, “বাচ্চারা, দয়া করে থামো এবার। তোমাদের কাছে যা কিছু খেলা, আমাদের কাছে তাই মৃত্যু।”

উপদেশ: অনেকের কাছে যা নিছক খেলা, তাই অন্যের বড়  ক্ষতির কারণ হতে পারে।

ট্যাগসমূহ

magnifiercrossmenu