দর্পণ ডেস্ক
একটি পূর্ণাঙ্গ ম্যাগাজিন। শিক্ষা, সাহিত্য ও গবেষণামূলক ম্যাগাজিন দর্পণ। ২০১৯ সালে ব্যতিক্রমধর্মী ম্যাগাজিন দর্পণ তার যাত্রা শুরু করে। ২০২০ সালের জানুয়ারি মাসে দর্পণ "গল্পবাজ" ম্যাগাজিন আত্তীকরণ করে।
দর্পণ ডেস্ক

পতাকা – বিভাবরী রহমান

বার পড়া হয়েছে
শেয়ার :

জব্বার সাহেব একটি আর্জেন্টিনার পতাকা কিনেছেন। দৈর্ঘ্যে পনেরো হাত প্রস্থে তিন হাত। যদিও আর্জেন্টিনার পতাকার অনুপাত ৯ঃ১৪ হবার কথা, তবু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। বিশ্বকাপ বলে কথা। অফিসের সেরা আর্জেন্টিনার সাপোর্টার হতে হলে একটু বড় সাইজের পতাকা তুলতেই হবে। মাপটাপ কোনো বিষয় নয়।

অবশ্য স্বদেশের প্রতি ভালোবাসা প্রকাশে মিনি সাইজের দেশের পতাকা ক্রয় করতে ভোলেননি জব্বার সাহেব। হাজার হলেও তিনি দারুণ চেতনাধারী।

২.

বিকেল চারটায় অফিসের আর্জেন্টিনা ভক্তদের ভীড় জব্বার সাহেবের বাসায়। শহরে আর্জেন্টিনার বিশাল পতাকা র‍্যালি বেরিয়েছিলো। পতাকা র‍্যালির মূল আকর্ষণ এক মাইল দৈর্ঘ্যের বিশাল পতাকা। আয়োজনে গাংনী আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী। ওখান থেকেই এসেছে সবাই। জব্বার সাহেবের বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা উত্তোলনই তাদের উদ্দেশ্য। বাদ আসর পতাকা উত্তোলিত হলো বাঁশের মাথায়। উত্তোলনের পর সবাই একটু দূরে দাঁড়িয়ে পতাকা দর্শনে ব্যস্ত। সাথে নানান মহান উক্তি।

তাদের ভিতর থেকে হারুন সাহেব বলেন— খাসা একটা পতাকা জব্বার সাব! খাসা! আপনি তো কাঁপিয়ে দিয়েছেন! আপনার মতো সমর্থকই দরকার আর্জেন্টিনার। আপনার পতাকার জোরেই এবার কাপটা আমরা জিতবোই।

পতাকা নিয়ে দারুণ গুণগান যখন চলছে, এমন সময় দেখা গেলো জব্বার সাহেবের ছয়বছরী ছেলে সিয়াম আর্জেন্টিনার পতাকার সামনে গিয়ে স্যালুট করছে। এ কাণ্ড দেখে জব্বার সাহেবের আরেকজন কলিগ বলে উঠলেন— বাপকা ব্যাটা! এমনই তো চাই।

জব্বার সাহেব পুলকিত। এতদিনে ছেলে বুঝি তার মুখ উজ্জ্বল করলো। তবে মূহুর্তেই সকলের ধারণা পাল্টে গেলো। সিয়াম চিৎকার করে বলে উঠলো— আমি আর্জেন্টিনার পতাকাকে স্যালুট করিনি।

এবার সবাই অবাক হয়। আর্জেন্টিনার পতাকার দিকে তাকায়। আর্জেন্টিনার পতাকার ঠিক উপরেই একটি ক্ষুদ্রাকৃতির পতাকা।

৩.

পতাকা নেমে যায়। জব্বার সাহেবের দর্শক পরিচয় নিয়ে নানান প্রশ্ন ওঠে। তবে জব্বার সাহেবের কাছে সিয়ামের প্রশ্নের কোনো উত্তর নেই।

“পতাকা কী বাবা? পতাকা কী শুধু বাহারি রঙের কাপড়? বাংলাদেশের পতাকাই তো সুন্দর। আর্জেন্টিনার পতাকা তুলেছো কেন তবে?”

ট্যাগসমূহ

magnifiercrossmenu