— আমার চোখে কী দেখতে পাচ্ছিস?
— কেমন যেন এক নেশা!
— নেশা খুঁজে পেলি, ব্যথা খুঁজে পাসনি?
***
— চোখের নিচে কী কিছু একটা দেখতে পাস?
— হুম, ছড়ানো কাজল!
— চোখের নিচে কালি পড়েছে। কাজলও সেই কালি ঢেকে রাখতে পারছে না। সেই কালি দেখতে পাসনি?
***
— আমার কণ্ঠ শুনে কেমন উপলব্ধি হয়?
— আবেদনময়ী!
— কামনাটাই খুঁজে পেলি, কষ্ট খুঁজে পাসনি?
***
— অনেক নির্ঘুম থেকেছি তবুও তিক্ত অতীতগুলো আমার পিছু ছাড়েনি… আমার চোখে, আমার কণ্ঠে অবস্থান নিয়েছে।
***
— এমন করে বলো কেন? বিশ্বাস করতে পারো আমাকে!
—বিশ্বাসের উপর থেকে বিশ্বাস অনেক আগেই হারিয়ে ফেলেছি…