শিশির আজমের দুটি কবিতা
বিকেলের দেয়ালের পাশে
ব্লু ইউনিফর্ম আর জবাগাছ
জবাগাছের বিষয়ে
আমরা তেমন কিছু জানি না আসলে
সে
কিছু হারায়ে ফেলছে হয়তো
অথবা হারাই নাই
কিন্তু চাইতেছে কিছু হারাইতে
বড়দির রক্তের পাশে
এমন একটা রাষ্ট্র আমাকে দিন
যেখানে সবার ক্ষেত আছে
নদী আছে
আগামীকাল আছে
প্রত্যেকেরই সূর্য আছে আলাদা আলাদা
আলাদা বাগান
আলাদা কাঁটাঝোঁপ
কিন্তু কবিতা একটাই
হ্যা
দামী দামী বিখ্যাত লোকদের সঙ্গে
অভিজাত রেস্তোরায় গিয়ে বসলেই
আমার কিন্তু হাগু পায়