জয়ীতা চ্যাটার্জী

তুমি এসে দাঁড়ালে

বার পড়া হয়েছে
শেয়ার :

জয়ীতা চ্যাটার্জীর কবিতা


তুমি এসে দাঁড়ালে


আমার ভেতরে কতো ক্ষুধা বেঁচেছিল জানা হয়নি;
ভেতরের সেই ক্ষুধায় আগুন লাগে
যখন তুমি নীল শার্ট পরে জীবন্ত মেঘের মতো এসে দাঁড়াও;
ক্ষুধা জমে ওঠে আমার হৃদয়ে
যখন তুমি হেঁটে যাও করিডোরে,
গিটারের মতো বেজে ওঠে বুকের তার
ঢিল পড়ে বুকের পুকুরে
কেঁপে ওঠে থরথর শরীরি দরদালান;
তোমার ঝাঁকড়া চুলের কালোয়
অন্ধকার হয়ে আসে আমার সমস্ত আকাশ,
নিভে যায় সমস্ত নিয়ন আলো
তেঁতো হয়ে যায় আমার দুটো ঠোঁট;
নিদাঘের খরার মতো পুড়ে যায় ওষ্ঠধার,
মরুভূমির মতো জ্বলে তৃষ্ণার্ত সবুজ ক্ষুধা
শবের ভেতরে ভিজে আসে বাতাস
আমার সমস্ত দুপুরবেলা।

ট্যাগসমূহ

magnifiercrossmenu