আবদুল বাতেনের দুটি কবিতা
জেগে থাকে
বিছানা ব্যাকুল এখন–
জড়াতে আমাকে আলিঙ্গনে
কী জাদু বালিশের কমনীয়তায়
বলগ দেয়া ভাতের মতো ফুটতে থাকে কম্বলের ওম
ঘুম ঘূর্ণিতে পড়ি টলেগলে
ক্লান্তি কব্জা করে চরকি চোখ
নিভে যাই, ফিউজবাল্প
জেগে থাকে ল্যাপটপ, নিউ ফাইল, ডেস্ক
আঁধারে অনন্তকাল।
তোমার প্রোফাইল
ধর্মের বহু বাণী শাশ্বত ঈশ্বরের শান-ই
বেচার মতো সাজানো থরে থরে
পোস্ট, স্টোরি ও কমেন্টের ঘরে
সরস সদুপদেশের অনায়াসে আমদানি।
অডিও কি ভিডিও পাহাড়ে ওঠা লাইভেও
পাক মহাগ্রন্থ থেকে পাঠের মূর্ছনা
শব্দে শব্দে সত্যের বিজয় ঘোষণা
ন্যায়ের নামতা পড়ে অতি হিংস্র শ্বাপদও।
বস্তুত তোমার ত্রিকাল দুর্বৃত্তায়নের দুর্গ ভয়াল
দহন-পচনের কারবার প্রতিক্ষণে
আঁধারের ইবাদত যাপিত জীবনে
পবিত্রতায়, মুগ্ধতায় গড়া শুধু তোমার প্রোফাইল।