তারপর কী খবর
আচ্ছা,
তারপর কী খবর
তোমার সেই দাঁতগুলো ভালো আছে;
যে দাঁত দিয়ে তুমি খেতে ইঁদুরের সকল খাবার।
আচ্ছা,
তোমার সেই নখগুলো ভালো আছে;
যে নখ দিয়ে তুমি রাত-বিরেতে করতে শিকার।
আচ্ছা,
তোমার কুকড়োবুকড়ো চুলগুলো ভালো আছে;
যে চুলগুলো দেখলে বলতাম “কাকের বাসা”।
আচ্ছা,
তোমার মায়াবী চোখদুটো ভালো আছে;
যে চোখ দেখলে ফিরে পেতাম বাঁচার আশা।