লেখকের জন্ম ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর। নতুন এই লিখিয়েকে উৎসাহ প্রদানের জন্য কবিতাটি প্রকাশ করা হলো। আশা করি নবীন এই লেখক প্রভাবমুক্ত হয়ে বর্তমান সময়ের কবিতার অন্তর্জাল ভেদ করতে সচেষ্ট হবেন এবং বাংলা সাহিত্যের জন্য নিবেদিতপ্রাণভাবে কাজ করে যাবেন।
আবিদ হোসেন তামিমের কবিতা
শত্রুর আঘাতে ক্ষত-বিক্ষত
হইল দেশ, ধরিয়া আমি ছদ্মবেশ।
পথে ঘুরিয়া দেখিতে লাগিলাম
হইয়াছে কেমন ক্ষয়-ক্ষতি-ক্লেশ।
চারিদিকে চাহিয়া দেখি,
পড়িয়াছে কান্নার রোল।
দেখি অনেকে হইয়াছে মাতৃহারা, আবার
অনেক মায়ের শূন্য হইয়াছে কোল।
অনেক বাড়ি পুড়িতেছে আগুনে
পুড়িতেছে অনেক মানবদেহ।
পোড়া কঙ্কালগুলো পড়িয়া আছে
পায়ের ধারে, তুলিবার নাহি কেহ।
বাড়ির সামনে পড়িয়া আছে
এক রমণীর বিক্ষত মাথা।
দেহটারে খুঁজিবার লাগি
কাহারো সময় নাহি গাঁথা।
শিশু এক মৃত মায়ের
দেখা পাহিয়া চুমু খেল মুখে।
শিশুটার জীবন হয়তোবা কাটিয়া
যাইবে তবে থাকিবে না সুখে।
পথ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দেখিলাম
টাকা ভর্তি এক থলে আছে পড়ি।
থলেটা নেবার লাগি আজি নাহি কেহ
প্রাণে বাঁচিতে সবে গেছে সরি।
দোতলা এক বাড়ি হইতে
ভাসিয়া আসিতেছে কলরব
বাড়িতে লাগিয়াছে অগ্নি, আসিয়াছে
যম, আজিকে মরিবে সব।
মৃতদের যেন স্মরণে রাখে জাতি
মিনতি করিতেছি ইহা পদে পদে।
বিশ্বে স্থির নয় রে কোনো জীব;
ডুবিতে হইবে হায়– জীবন নদে।