তৃণলতা কুরচি
জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়, অরিজিন বিক্রমপুর। মূলত কবিতা লেখেন। এপার-ওপার দুই বাংলার লিটল ম্যাগ এবং ওয়েব ম্যাগ লেখালেখির ক্ষেত্র।
তৃণলতা কুরচি

ছাতিমফুল ও দাঁড়কাক

বার পড়া হয়েছে
শেয়ার :

পাঁজরে পোষা দাঁড়কাক–
ছাতিমফুলের গন্ধে বিমূঢ়
খুঁড়ে ফেলে অন্তরাত্মা

ছাতিমগাছের নিচে দাঁড়াতেই
দাঁড়কাক মেলে দেয় ডানা, আর
ফুলের শরীর গেঁথে যায় পালকে

পালকের ভাঁজে ভাঁজে
ছাতিমফুলের মাদল বাজে…

ট্যাগসমূহ

magnifiercrossmenu