পাঁজরে পোষা দাঁড়কাক– ছাতিমফুলের গন্ধে বিমূঢ় খুঁড়ে ফেলে অন্তরাত্মা
ছাতিমগাছের নিচে দাঁড়াতেই দাঁড়কাক মেলে দেয় ডানা, আর ফুলের শরীর গেঁথে যায় পালকে
পালকের ভাঁজে ভাঁজে ছাতিমফুলের মাদল বাজে…