সকাল রয়

রাত্রিনামা

বার পড়া হয়েছে
শেয়ার :

রাত্রিনামা


সকাল রয়


█▒▒১▒█

একটা জলজ্যান্ত দানবীয় পথসমুদ্রে আমাদের প্রথম দেখা—
তুমি চলেছিলে যুদ্ধজয়ের ভঙ্গিতে—পরনে তোমার ফুলতোলা গোলাপি জামা।
যে রবির কিরণে কপোলে উঠেছে লাল আভা,
তার ঠিক অনতিদূরে একটা কালো তিল—
সৌন্দর্যের সমস্ত ম্যাজিক নিয়ে দাঁড়িয়ে আছে তোমার মুখাবয়বে।

আমার বিনা যত্নে বেড়ে ওঠা চুলের বাগান আর শ্যামল মুখ—
এড়াতে পারেনি তোমার জোড়া চোখ।

রঙওঠা বোতামহীন জামায় দেখলাম তোমার উৎকন্ঠিত মেঘমুখ ।
দীর্ঘ হতে গিয়েও থেমে পড়া তোমার সমুদ্রঢেউ চুল যেন গল্পের খাতা!

তুমি চলেছিলে,
কলেজরোড হয়ে এক পরিশ্রান্ত জলাধার পথে—
আমার দৃষ্টি তোমাকে নিয়ে উড়ে ছিলো তার সাথে।
আমাদের মাঝে কোন পথ ছিলো না, ছিলো শুধু একটা নদী।
বলার ছিলো হাজার কথা, অপেক্ষায় ছিলেম—
তুমি শুধাইতে যদি…

█▒▒২▒█

ধরো—
যদি হঠাৎ সন্ধ্যে নেমে পড়ে রাত্রি’র আঁচলে
ঘুমচোখ থেকে উড়ে যায় ঘুম!
শীতল একাকিত্ব এসে ভর করে খোলা চুলে।
পাশ ফিরে থাকা কারও স্পর্শ ব্যাকুল করে—
ডাকে তোমাকে।
হাত বাড়িয়ে দেখতে পেলে বিছানাজুড়ে
শুয়ে আছে চুপসে যাওয়া বকুলের দল।
ধরো—এরপর আর কোনোদিন সকালই হলো না!
রাত্রির রঙে তুমি বিলীন হয়ে গেলে।

█▒৩ ▒█

ভাবনার টুং টাং শব্দে
যে দুপুরের পায়ে পা মিলিয়ে—
জন্মাবদি হাতের রেখায় চারটে নদী নিয়ে বসে আছো তুমি।
কখনো কী ভেবেছো—
সেখানে কেন মহাকালের একটি রেখা
কনিষ্ঠা থেকে মধ্যমায় গিয়ে
দ্বিখণ্ডিত করে গেছে তোমার ভাগ্যকে!
কেন আয়ুরেখার সামনেই সে থমকে আছে চুঁপি-চুঁপি…

ট্যাগসমূহ

magnifiercrossmenu