রিনাৎ সুলতানা

প্রেমিকের চোখ পবিত্র হয়

বার পড়া হয়েছে
শেয়ার :

 


রিনাৎ সুলতানার দুটি কবিতা


প্রেমিকের চোখ পবিত্র হয়


তুমি প্রেমিক……!

বুঝেছি সেদিনই, ঐ চোখে চোখ পড়েছে যেদিন। আর সেদিন থেকেই বিবসন হতে শুরু করেছি। অসংবৃততে যে সৌরভ বিকশিত হয়… তোমায় দেখার আগ পর্যন্ত জানা ছিলো না।

বিশ্বাস করো,
খোঁপাখোলা এলোচুল, চোখের কাজল, বুকের বসন, কিচ্ছু নেই, শুধু কোমরের কালো সুতো ছাড়া! ওটুকুই কি যথেষ্ট নয় লজ্জা ঢাকার জন্য!

তোমার দর্শনে আষ্টে-পৃষ্ঠে নেশার মতো জড়িয়ে রাখে নগ্ন আস্পর্ধা। শুদ্ধ হই, পবিত্র হই প্রতিক্ষণ। কুসুমিত রজন লেগে থাকে প্রতিটি পাপড়ির ঘ্রাণে।

শুনেছি প্রেমিকের চোখ নাকি পবিত্র হয়!


যদি ফিরতে দেরি হয়


ছেড়ে যাবার সময়
দিয়াশলাইয়ের কাঠি ঠুকে
মলিন সময় ধোঁয়া ছেড়েছিল শূন্যে
কিছুই বলিনি সেদিন, যদি ফিরতে দেরি হয়!

নির্বাসিত আকাশ, মেঘের কুণ্ডলী,
তুষারের বৃষ্টি, আকুলিবিকুলি হৃদয়…
শুধু দিয়াশলাইয়ের আগুন এখনও নেভেনি।

যদি ফিরতে দেরি হয়
তবে, খুঁজে নিও নতুন ঠিকানা ভুল করে!

ট্যাগসমূহ

magnifiercrossmenu