বিনয় কর্মকারের তিনটি কবিতা
টিভি দেখে শিখে নিই, কী-করে মিনারেল ওয়াটার ফুটিয়ে পবিত্র করতে হয়!
শাকিবদের সাফল্যের মূলে হরলিক্সের অবদান!
আর– হিজাব ফ্রেশের বিজ্ঞাপন-তো অসাধারণ!
যাত্রা গান-টান কমে গেছে, অশ্লীলতার অযুহাত!
কারা যেন পাহারায় থাকে…
বৃষ্টির ফোঁটায় লাল হয় তলোয়ার!
বিবেকের কণ্ঠ তবু মনে পড়ে…
সুদীর্ঘ আশ্বাসে নিজাম কাকার আক্ষেপ;
কতো সিনেমা কতো সমস্যায় আটকে আছে!
অথচ;
নায়ক-নায়িকা আরকিছু মিষ্টি হলেই হয়ে যায় শুভ মহরত!
আমাদের ট্রাফিক সিগনাল দেখে–
হারিকেন-কুপির কথা মনে পড়ে।
ওদিকে ইলেক্ট্রিক আলো,
অর্ডারি স্যাটেলাইট আকাশে উড়ছে;
টিভিতে এইচডি প্রযুক্তি।
নাড়ার গাদা দেখে হেসে ওঠে গরুর পাল।
লাকড়ি-চুলাও সন্তুষ্টির সুর তোলে গোবরঘুঁটেয়।
বড়শির আগুনইশারা আজও বোঝেনি পতঙ্গমাছ।
ভাদ্রের তুলোমেঘে উড়ে যায় সময়।
কেউ কারো খবর না রাখলেও–
ভাতের হাঁড়ি জানে; গঞ্জের মোকামে বন্ধক কৃষকের কোষ্ঠী।
ধানের আবাদ করে, কতো-সাল
চিটা নিয়ে ফিরেছি!