চন্দনকৃষ্ণ পাল

মেঘালয় থেকে

বার পড়া হয়েছে
শেয়ার :

চন্দনকৃষ্ণ পালের দুটি কবিতা


মেঘালয় থেকে


মেঘালয় থেকে নেমে এলে তুমি
মেঘের নদী
কখনো সারি, পিয়াইন হয়ে
যাচ্ছো বয়ে নিরবধি
এক ঋতুতে একেক রূপে
নিজেকে সাজাও নিজের মতো
পৃথিবীর সব রং মেখে গায়ে
কলধ্বনি করছো কতো।

চলতে চলতে সুরমার সাথে
হয়ে গেলো দেখা মার্কুলীতে
করুণ শীতে
কাশ কনেরা ছাড়ছে পাপড়ি
উড়ছে বাতাসে নিজের মতো
দেখো শত শত
সবুজ টিয়ে আর বালিহাঁস
কূজনে কূজনে ভরিয়ে বাতাস
দেখার হাওর হাইল হাওর আর বাইক্কা বিলে
আকাশ নীলে
হলুদ পাখির গান শুনা যায়
সবুজ পাতায়
চোখ ছড়িয়ে উড়তে উড়তে
জাফলং থেকে সোজা দক্ষিণে ঘুরতে ঘুরতে
টেশনাফ ছুঁয়ে শাহপরী দ্বীপ, সেন্টমার্টিনে
সূর্য উঠার উজ্জল দিনে
দুচোখ ভরে বাংলাকে দেখি
কথার পিঠে কথাকে লেখি
সেসব লেখা আমাকে ছুঁয়ে
পতেঙ্গা বীচে লোনা জল নেয় একটু নুয়ে….

সি গালের চোখে চোখ রেখে বলে
দিলাম উড়াল কৌতূহলে
অনেক দূরের সোঁদরবনের
হিরন পয়েন্ট কটকা হয়ে মনের
ভেতর জমে থাকা পলির সাথে
জোয়ার ভাটায় নদীর কিনারে জমে থাকা
ধূসর রঙে এই যে আঁকা
ক্যানভাসটা, পলিতে দাঁড়ানো
শাঁসমূলদের সূক্ষ্ণ ডগায় মন হারানো
আমার লেখা……..।

আমাকে আমি উড়িয়ে নেবো
সোনা মসজিদ প্রাচীর গাত্রে লক্ষ স্মৃতির সবুজ আভায়
নিজেকে ঠিক বিলিয়ে দেবো–
আমাদের প্রিয় মাতৃভূমি
সকাল দুপুর সন্ধ্যে তোমার চরণ চুমি
দীঘল রাতে স্তব্ধ আকাশে
নক্ষত্রের আলোতে আলোতে
এই নিজেকে মিলিয়ে দিয়ে
ধন্য যে হই ধন্য যে হই
এই আমাকে বিলিয়ে দিয়ে!


রাত ও বিষণ্ণ কিশোর


সারাটা আকাশে একটাই চাঁদ আর কোনো কিছু নেই,
নিঝঝুম রাত চরাচর ঘুমে মৃদু আলো ঝরছেই।
হালকা কুয়াশা হিম ছুঁড়ে দেয় মাঠ আর প্রান্তরে
সব মানুষেরা ওম শুষে নিয়ে শুয়ে আছে ঘরে ঘরে।
অনিন্দ্য এই রূপ পৃথিবীর কজন মানুষ জানে?
গভীর রাতে ঘোর লাগা চোখে তাকায় আকাশ পানে।
বয়ে চলে নদী রূপোলি জলের ঢেউ ভেঙে ভেঙে পড়ে
জমানো শিশির গাছ হতে নিচে কালচে ঘাসেতে ঝরে।
শিউলি ছড়ায় রাতের বাতাসে মোহময় প্রিয় ঘ্রাণ
একটি কিশোর জানালায় বসে, ঘ্রাণে ভরে তার প্রাণ।
ঘুম নেই এই কিশোরের চোখে মন ছুটে যায় দূরে
জানে না কোথায় নিজেকে হারায় কোন সে অচিনপুরে।
বিষণ্ণতা বুকের ভেতর ডালপালা মেলে শুধু
চাঁদের আলোয় গাছ-নদী-মাঠ হয় মরুভূমি ধু-ধু।
রাত কেটে যায় জানে না সে হায়, কিশোর বসেই থাকে
অজানা রঙ আর স্বপ্ন তুলিতে সে শুধুই ছবি আঁকে।
শিশির বিন্দু ঘাসের ডগায় করে যদি টলমল
কিশোরের দুই দীঘল চোখেতে জমে উঠে লোনা জল।

ট্যাগসমূহ

magnifiercrossmenu