মিলন ইমদাদুলের তিনটি কবিতা
ঈশ্বরের বামপকেটে ঝুলে ছিলো যে লাল আপেল
মানুষ মূলত তারই সন্তান
পৃথিবীতে এসেছিলেন আদম আপেলটিকে ভালোবেসে;
অতঃপর–
অভিশপ্ত আদম মনুষ্যরূপে
যুগে যুগে করে গেলেন পৃথিবীতে যাপন
হাওয়ার গর্ভে জন্ম দিলেন মানব সভ্যতাকে–
জন্ম হলো নতুন প্রজন্মের নতুন সূর্যোদয়ের।
তোমাকে হারিয়ে এই অবেলায়–
আমি যা পেয়েছি তা হলো মানুষের ঈর্ষা
মানুষ প্রতিনিয়ত ঈর্ষা করতে শেখে,
আর আমি শিখি তোমাকে।
জীবন থেকে ঝরে পড়া দেহঘড়ির–
পালকগুলি একত্র করে দেখলাম,
এ জীবন চেতনার নয় যেন পালকের মরুভূমি,
এখানে প্রেম নেই, এখানে ভালোবাসা নেই;
ত্রুমাগত ঘুড়ির ন্যায় ঝুলে আছি আমরা সবাই–
বাহিরে ভীষণ খরা, ভিতরটা পুড়ে ছারখার।