আশরাফ উল আলম শিকদারের ছয়টি ছোট কবিতা
মাংসের জন্য প্রাণ
বিড়ালের থাবায়
ইদুর সম্পত্তি খোয়ায়,
মাংসের জন্য প্রাণ
অবুঝ
অবুঝের বোঝা
তার মন আর বোঝবার চেষ্টা
মোরগের ওড়া
অণুকাব্য
মহাকাব্যের দিন গেছে চলে বহু দূর
দুলাইন পড়ার সময় আছে বড় জোর
তাও তিন লাইনে লিখেছি অণুকাব্য
বাসা
পাখির এ বাসায়
শুধু পাখি আর আমি
দুজনে থাকি
সুখ-স্বপ্ন
তখনো আকাশ হয়নি পরিষ্কার
সূর্যকিরণ পড়েনি কোনো ঘাসে
শেষ স্বপ্নটা দেখি আমি জেগে জেগে
হৃদয় আমার
তোমার মাজায় গোজা আঁচলে
হৃদয় আমার আটকে আছে