শারমিন সুলতানা রীনা

কলমি লতা

বার পড়া হয়েছে
শেয়ার :

শারমিন সুনতানা রীনার ১টি কবিতা


কলমি লতা


তোমাকে হারানোর ব্যথা ভুলে যেতে
ফিরে যাই কৈশরের স্মৃতিময়তায়
মায়ের চোখ ফাঁকি দিয়ে কড়া রোদ
ঘামে ভিজে কতটা মনোযোগে
ফড়িংয়ের ডানায় বেঁধেছি রঙ বেরঙ-এর সুতো।

তোমাকে হারানোর ব্যথা ভুলে যেতে
ফিরে যাই স্কুলের দিনগুলোতে
ফেরার পথে লজ্জাবতীর গায়ে যতোবার ছুঁয়েছি
লজ্জায় নুয়ে পড়েছে পাতারা।
পুকুরে সাঁতার কাটার স্মৃতি
প্রসন্ন আলো হয়ে বিকিরণ ছড়ায়
বড়শিতে রুপালি পুটিসহ আরো কতো মাছ
ধরার স্মৃতি ফুটে ওঠে মননে
বিকেলের মাঠ পূর্ণ হোতো সাথীদের মুখরতায়।

তোমাকে হারানোর ব্যথা ভুলে যেতে
পিতৃ-মাতৃহীন এই আমি বেদনার সব সুধা পুনরায় ধারণ করে
মাকেই স্বরণ করি অবান্তর বায়নায়
হৃৎপিন্ডে কান্নার উৎসব বরণ করে
পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা কখনও এক টাকায় বাবার কাছে ফিরি
চকলেট বিস্কুট অথবা খেলনা কেনার
একরাশ মুগ্ধতায়।

তোমাকে হারানোর ব্যথা ভুলে যেতে
পুতুলের বিয়ে দিতে মিথ্যে রান্নায়
ধুয়া তুলেছি চারপাশে
থুতু মেখে গুমোট করি সাথীদের সব জোড়া চোখ।
তোমাকে হারানোর ব্যথা ভুলে যেতে
একটা আবরণ তুলি ঝিনুক বুকে
কতটা দহন জ্বালায় সমুদ্র বিপরীত স্রোতে গড়ায়
দেখি আকাশের বুকে নক্ষত্র পতন
শুনি পাখিদের কুহুতান অসাড় হৃদয়ে বুঝি না
গান আর কান্নার ভিন্নতা।

তোমাকে হারানোর ব্যথা ভুলে যেতে
ঘুমহীন দুচোখ বন্ধ করে সঞ্চিত
পুরোনো ভাবনা রোমন্থন করি
আমার আমিত্ব বিলিন হয় ইতিহাসে
আচমকা তুমি এসে ভেঙে দাও ধ্যানের কপাট
মুহুর্তে চমকে উঠি অশরীরী ছোঁয়ায়
পড়ন্ত বিকেলের আবছা ছায়ায়
মৃদু বাতাসে চোখের দিঘিতে
দুলে ওঠে দীর্ঘ প্রতিক্ষায় পিপাসার্ত কলমি লতা।

ট্যাগসমূহ

magnifiercrossmenu