শঙ্খশুভ্র পাত্র

জলফাঁস

বার পড়া হয়েছে
শেয়ার :

শঙ্খশুভ্র পাত্রের দুটি কবিতা


শুশ্রূষা


আত্মীয়তা কথা হয়
মনে-মনে তার…
গোলাপি ভুবন— আমি না-জানি সাঁতার…
সেতারে-ই অন্ধকারময় —
সুরে-সুরে শুশ্রূষা খুজি;
যদি সে আমাকে দেয়
স্রোতস্বিনী
বেদনা-অপার…


জলফাঁস


এত এত অক্ষর৷ জলফাঁসে কিছুই থাকে না৷
আমারও স্ফুর্তি হরে যায়৷’প্রকাশেতিহাস’ শব্দটি
নিয়ে গত তিন দিন অলিখিত অন্ধকার;
ফলে প্রশস্ত রাজপথও মুখ ফেরায়৷
অবাধ্য অনুকরণ নাকি অনুসরণ— কোনও আকাশই
তো আর নির্মেঘ নয়— জলও আকারহীন৷
কার কাছে যাই? ধ্রুবতারা, সপ্তঋষি, কালপুরুষ…
প্রাচীন দুয়ারে সব স্মৃতিচিহ্ন ছায়া৷ দরজা অবধি
এগিয়ে দেবেন সে-নির্মোহ, সে-নিঃশব্দ মহান
ভাগ্যে বিরল৷ পথের ধুলোয় কেবলই অশান্ত মিলিয়ে
যায়৷ দৃশ্যত প্রদর্শন, এত এত অক্ষর…
জলফাঁসে কিছুই থাকে না৷ না-সমুদ্র-তিমির-নীলতিমি…

ট্যাগসমূহ

magnifiercrossmenu