বাজুবন্ধ খুলে যায়নি যে প্রহেলিকার,
বসন্তের রঙ ফিকে করা আভরণ তৃণা
শূন্যতা জড়িয়ে ঠায় দাঁড়িয়ে আছে
তারও জানার ছিলো ঢের:
দেবতা যদি সবার হয়, তবে
উত্তর করতে পারো– পূজারি কেন চায়
একান্তই নিবিষ্ট বা নিবিড় ক’রে নিজের?
প্রিয়তম, প্রাণ, পূজা– অভিন্নার্থ বলেই
হে প্রভু, যোগিনী অক্ষম
দেয় না ভোগ, না করে পূজা, না পুষে প্রেম