কী এক কঠিন অনিদ্রা রোগে ভুগছো তুমি
আমার স্বদেশভূমি; বাংলাদেশ
তোমার দুচোখে ঘুম নেই কতদিন হলো?
চোখের নিচে কালির আস্তরণ দেখে
আমারও নিদ্রা টুটে যায়
মাঝরাতে ধড়ফড় করে জেগে উঠি
কী এক কঠিন বিষণ্ণতায় ডুবেছো তুমি...
রোগে-শোকে জর্জরিত হতে হতে
তোমার শরীরে বল নেই একফোঁটা
উঠে দাঁড়াতে গেলেই মৃগীরোগীর মতো পড়ে যাও উপুড় হয়ে
তোমার দুর্বল শরীর দেখে
আমার হৃদয়ও আড়ষ্ট হয়ে আসে
তোমার দুচোখ জুড়ে ঘুমের লেশমাত্র নেই
কী এক কঠিন অসুখে ভুগছো তুমি
বাংলাদেশ!