আরাফাত শাহীন
জন্ম ১৯৯৬ সালের ৭ ডিসেম্বর মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ফুলবাড়ী গ্রামে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক পাশ করেছেন। প্রকাশিত গ্রন্থ: লাল সবুজের গল্প (শিশুতোষ গল্পগ্রন্থ ২০২০)
আরাফাত শাহীন

অনিদ্রা

বার পড়া হয়েছে
শেয়ার :

অনিদ্রা


কী এক কঠিন অনিদ্রা রোগে ভুগছো তুমি
আমার স্বদেশভূমি; বাংলাদেশ
তোমার দুচোখে ঘুম নেই কতদিন হলো?
চোখের নিচে কালির আস্তরণ দেখে
আমারও নিদ্রা টুটে যায়
মাঝরাতে ধড়ফড় করে জেগে উঠি
কী এক কঠিন বিষণ্ণতায় ডুবেছো তুমি...

রোগে-শোকে জর্জরিত হতে হতে
তোমার শরীরে বল নেই একফোঁটা
উঠে দাঁড়াতে গেলেই মৃগীরোগীর মতো পড়ে যাও উপুড় হয়ে
তোমার দুর্বল শরীর দেখে
আমার হৃদয়ও আড়ষ্ট হয়ে আসে
তোমার দুচোখ জুড়ে ঘুমের লেশমাত্র নেই
কী এক কঠিন অসুখে ভুগছো তুমি
বাংলাদেশ!


This is an original content which is written by a DORPON author. Copying and publishing any part of the content is strictly prohibited.

ট্যাগসমূহ

magnifiercrossmenu