রিগ্যান এসকান্দার
রিগ্যান এসকান্দার-এর জন্ম ১২ জুন ১৯৮৩। এসকান্দারের কবিতার মূল সুর মূলত দ্রোহ ও দর্শন। তার অনেক কবিতায় ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তববাদের সফল প্রয়োগ লক্ষ্য করা যায়। প্রকাশিত কবিতাগ্রন্থ: পেরেকপুস্তক (২০২২), দর্শনপুস্তক (২০২২), সুফিয়াতন্ত্র (২০২১), দ্রোহশাস্ত্রবুলি (২০২০), প্রেম কবলিত প্রসব (২০১৪), নারীগদ্য (২০০৭)।
রিগ্যান এসকান্দার

গার্হস্থ্য বিজ্ঞান

বার পড়া হয়েছে
শেয়ার :

রিগ্যান এসকান্দারের তিনটি কবিতা


পরাগায়ন


ফুলের হয়েছে এপেন্ডিসাইটিস।
অপারেশন করবেন ডাক্তার প্রজাপতি,
তাকে খুঁজেই পাচ্ছি না।
তিনি গেছেন বনে বনে,
শুনেছি, চরিত্রে কিঞ্চিৎ দোষ আছে।
প্লিজ ডাক্তার, তাড়াতাড়ি আসুন,
পাপড়ির পেটে দারুণ ব্যথা।


আদর


অনাদরে সূর্যটা পুড়ে যাচ্ছে।
মাথায় হাত বুলিয়ে দিলাম,
আদরে সারা রাত সূর্যটা ঘুমিয়ে গেল।
অনাদরে তুমি পুড়ে যাচ্ছ।
মাথায় হাত বুলিয়ে দিলাম,
আদরে সারা রাত তুমি আমাকেই ঘুমতে দিলে না।


গার্হস্থ্য বিজ্ঞান


রাঁধুনী, আমাকেই রেঁধে ফ্যালো
দেখি কেমন শিখেছ তুমি গার্হস্থ্য বিজ্ঞান।


 

ট্যাগসমূহ

magnifiercrossmenu