রাখি দে

ফুলস্টপ

বার পড়া হয়েছে
শেয়ার :

রাখি দে-এর তিনটি কবিতা


স্রোত


বিমূর্ত শব্দের ধারাবিবরণীতে
ভেসে গেছে মুহূর্তের নির্যাস,
অমোঘ সত্যের মতো যা ছিলো
সবই নৈঃশব্দের কিনারায়
একটু একটু করে পাড় বেঁধেছে।
স্বপেয় চুমুকে জড়িয়ে থাকা মরসুমি ওমের মতো
নৈরাশ্য ও লেজ গুটিয়ে বসে থাকে।
তবু হেঁটে যেতে হয়,
তবু পার হতে হয় কুয়াশার স্রোত!


স্মৃতি


শব্দের কিনারে দাঁড়িয়ে থাকে
চেনা মুখেদের সারি।
একেকটি শব্দ খসলেই স্মৃতির বারান্দায়
ভেসে ওঠে মুখ।
চিরায়ত সময়ের ঢেউ পেরিয়ে
উড়ে যেতে থাকে মুহূর্তের সঞ্চয়ী রুমাল।
জড়িয়ে যাওয়া সুতোয় পড়ে থাকে
কিছু সম্পর্কের দলিল আর অপেক্ষা!


ফুলস্টপ


আলোর কাছে দাঁড়িয়ে থাকি আমি,
সমস্ত প্রশ্নের নীচে একটি ফুলস্টপ হয়ে!
পুরনো প্রেমের হেঁটে যাওয়া রাস্তা থেকে
কুড়িয়ে নিই ধুলো।
মৃত্যু হেঁটে যায় অন্যপথে…
সমস্ত অপ্রেম দিয়ে খুঁজে যায় জীবনের জীবাশ্ম!
অ্যাম্বুল্যান্স হেঁকে যায় তবু
ফ্রেমের বদলে পাল্টে যাওয়া মুখ থেকেই
স্পর্শ নিই গরম নিশ্বাসের!
শাড়ির আঁচলে যেটুকু ঋণ লেগে থাকে,
তাকে জড়িয়ে রাখি সমস্ত নিভে যাওয়া রাত্রিতে

ট্যাগসমূহ

magnifiercrossmenu