মাহমুদ হায়াত এর দুটি কবিতা
দুঃখনদী বারোমাস
আমি না হয় ভেসেই গেলাম জলে
তুমি শুধু ভালো থেকো
সুখগুলো সব পুষে রেখো
আমি না হয় না থাকারই দলে।
দুঃখনদী বারোমাস
আমি না হয় ভেসেই গেলাম জলে….
একলা আকাশ বুকের বাতাস
রাত্রি চরাচর
জীবননদী নিরবধি
অকুল স্রোতে ভাসে যদি
ব্যাস্তপায়ে তুমি না হয় পথ মাড়িও না দেখারই ছলে।
দুঃখনদী বারোমাস
আমি না হয় ভেসেই গেলাম জলে…
বন্ধু থাকে ঝড় বাদলে বন্ধু ছেলেমিতে,
বন্ধু থাকে চায়ের কাপে রৌদ্র-খরা-শীতে
বন্ধু হোক বিরান পথে হাতটা ধরে নিতে….
বন্ধু মানে বুকের বাতাস বন্ধু চরাচর
বন্ধু মানে খোলা আকাশ বন্ধু পরস্পর
বন্ধু হোক সভাসদের অভয় আর হিতে….
বন্ধু তুই ভালো থাকিস বন্ধু অনির্বাণ
হাতটা হাতে রাখা মানে দুখের অবসান
বন্ধু হোক মাল্লা মাঝির স্রোতের বিপরীতে….