রুবেল সরকার
জন্ম : ৩০ শ্রাবণ, ১৯৮৭। বেড়ে ওঠা : রামু, কক্সবাজার। কর্মসূত্রে বর্তমানে ঢাকায় বসবাস। প্রকাশিত কবিতাগ্রন্থ : শ্রেষ্ঠ কবিতা (২০১৭), এ আয়ু নৈর্ব্যক্তিক (২০২১), সুন্দরসমগ্র (২০২২)
রুবেল সরকার

ডিভোর্স

বার পড়া হয়েছে
শেয়ার :

আমি কেন বিড়াল পুষি, তুমি কেন ইঁদুর–
এ নিয়ে বহু তর্কাতর্কির পর একদিন ডিভোর্স হলো।
তুমি চুপচাপ ছায়া রেখে চলে গেলে
আমি চুপচাপ ছায়া বুকে ঘুমিয়ে গেলাম।
এদিকে তোমার ইঁদুর সারারাত ধরে তাড়া করলো আমার বিড়ালকে
আমার বিড়ালও সারারাত ধরে তাড়া করলো তোমার ইঁদুরকে...

কে, কাকে তাড়া করলো–
এ নিয়ে তাদেরও কি তর্ক হবে কিংবা ডিভোর্স?

ট্যাগসমূহ

magnifiercrossmenu