ময়ূখ হালদার

ডারউইন ইজ দ্য বস্

বার পড়া হয়েছে
শেয়ার :

ম য়ূ খ হা ল দা রে র   ক বি তা

ডারউইন ইজ দ্য বস্


আকাশে স্পর্ধার চিল +
বুকে নক্ষত্রদের পাড়ায় ঘর বানানোর সাহস
এক নম্বরের জুয়াড়ি
নদী=রেসকোর্সের মাঠ
এখানে একটা সিঁড়িই ওপরে ওঠা কিংবা নিচে নামার জন্য যথেষ্ট
রাস্তা হঠাৎ শেষ হয়ে গেলে ঝড় ওঠে
রাত্রি একটি ওয়াশিং মেশিন
মনুষ্যজাতি আর ব্যক্তিমানুষের ধারণা পাক খাচ্ছে
জং ধরা যুগ
চাঁদ যেমন সর্বজনীন বৃত্ত তেমনই কারও কারও কাছে এবড়োখেবড়ো কৌটো
সিজলিং জ্যোৎস্না
ভিসিয়াস সার্কেল
পিছলে যাওয়া বাস্তবের পিঠে আচারের শিশি হাতে ভালোবাসা চাটি আর ভুলে যাই
ডারউইন ইজ দ্য বস্
মনুষ্যত্ব সবসময় ভালোবাসার কথা বলে কিন্তু মানুষ কদাচিৎ

ট্যাগসমূহ

magnifiercrossmenu