বিনয় কর্মকার
১৯৭৩ সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার যাত্রাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: সুবর্ণ বন্দর (২০১৭), পরগাছা বা রোদসকাল (২০১৮), চেনা কোনো সংকেত নেই (২০২১)
বিনয় কর্মকার

বিনয় কর্মকারের কবিতা

বার পড়া হয়েছে
শেয়ার :

দ্রোহের কবিতা নিয়ে দর্পণের একটি বিশেষ সংখ্যা ‘অগ্নিফুল’, সংখ্যাটিতে প্রকাশিত বিনয় কর্মকারের পাঁচটি কবিতা—


বাড়ি


একদিন সেনগুপ্ত দিদি বলছিলেন;
আমার ফ্ল্যাটের এই ব্যালকনিটা আমার খুব প্রিয় জায়গা।
সকালে ঘুম থেকে উঠে এখানটায় এসে বসি,
বুলবুলির ডাক শুনি
টুনটুনির ডাক শুনি
ঘুঘুর ডাক শুনি
দোয়েল, চড়ুই আরও কত-শত পাখি আসে,
রাতে লক্ষ্মীপেঁচা–

গরমের দিনে হওয়া খাই–
বর্ষায় আকাশে কালো মেঘেদের আনাগোনা, অঝোর ধারার বৃষ্টি–
শরতে রোদ-মেঘে লুকোচুরি,
রাতে পূর্ণিমার চাঁদ।
শীতের সকালে মিষ্টিমাখা নরম রোদ–

সেনগুপ্ত’দি যখন বললেনঃ
আমার মনে হয়, সকলেরই তার বাড়ির কোনো একটা জায়গা বেশ ভালো লাগার থাকে।
আমি শুধু বলেছিলাম;
সবার তো বাড়ি থাকে না!


হোলি


নানান রঙে খেলি;
হোলির বর্ণালী রঙ…
রক্তের হোলি খেলাও, সভ্যতার পুরোনো অভ্যাস!
বদলানোর কথাছিল না? যদিও আমরা পেছনে ফিরছি কেবল!

এতো-এতো রঙ মাখে সার্কাসের যে জোকার;
তার হোলি উৎসব না-ও থাকতে পারে!

কাজে যেতে-যেতে যে লোকটা বলে গেলো; ‘আমার কোন হোলি উৎসব নেই!’
পেশায় সে রঙমিস্ত্রি।


শর্টসার্কিট


বস্তির আগুন নিয়ে যতই প্রশ্নবোধক চিহ্ন থাকুক; উত্তরটা কিন্তু মুখস্থ, শর্টসার্কিট!
ছুটে আসে ফায়ার ব্রিগেড;
আর ব্রিফিং করে ছলেমান কেরানি!

আগে ভাবতাম, আগুনের শিখা বুঝি জ্বালানি-মন্ত্রকের এখতিয়ারে,
এখন দেখি এসব জাদু ভূমি-মন্ত্রকও জানে!

আমি শালার নাদান পাবলিক;
ডাক্তার আর ডক্টরকে মাঝেমধ্যেই গুলিয়ে ফেলি!


টিসিবির ট্রাক


আনাচে-কানাচে মানুষের দীর্ঘ সারি, কোথাও লাফাতে থাকে যেন বিস্কুটদৌঁড় খেলা।
মোনাজাতের ভঙ্গিতে অসংখ্য হাত –
টিসিবির পণ্যবাহী একেকটা ট্রাক সে-তো জমকালো উপাসনালয়।

ওদিকে কোথাও শুয়োরের মুখে শুনি জিডিপির ঠাকুমার ঝুলি–
আর উন্নয়নের ছায়াতলে ক্লান্তির দাওয়ায় ঘুমায় জনপোকা–

তবুও দাঁড়ানো কুকুরের জিভ দেখেই বোঝা যায়, পূর্ববর্তী দৌড়ের ধকল–


বর্ণবাদ


কালো হবার নেই কোনও ক্রিম!
যদিও;
ফর্সা মানেই বরেণ্য বা মহাপ্রাণ; এমন কোনও কথা নেই।

তবু বিলবোর্ডে বেনিয়া দাপট।
এ্যানামেল পেইন্ট নাহয় বাদ-ই দিলাম;
আলকাতরার বিজ্ঞাপনেও থাকে সাদা-সাদা মুখ!

পৃথিবী বুঝি এখন আর বই পড়ে না?
সাদা পাতায় কালোর আলো অক্ষর–

মাইকেল জ্যাকসন রঙ পাল্টালেও; ম্যান্ডেলার দরপতন হয়েছে; এমনটা কিন্তু শুনিনি।

ট্যাগসমূহ

magnifiercrossmenu