দালান জাহান

ব্যক্তিগত দরজা

বার পড়া হয়েছে
শেয়ার :

দালান জাহানের কবিতা


ব্যক্তিগত দরজা


প্রিয়তমা এমন সত্য বলো না
যে সত্যে লেখা থাকে
দূরতম আরও এক সত্যের নাম
তুমি কী দেখেছ
সেই মিথ্যাবাদী কেমিস্টের হাত
যার অবৈধ স্পর্শে পিতলও স্বর্ণ হয়ে ওঠে।

অথচ আমি দেখেছি
রোজ সকালে একটি বালক
নগরের সব অভিশাপ নিয়ে
বেরিয়ে যায় হরেক রকম ইতিহাসে
রেলগেইটের পতাকা-ওয়ালা
মাছ বাজারের বাদামওয়ালা সবজিওয়ালা
যাদের একেকটি কয়েনে আঁকা থাকে
কয়েকটি জীবনের ইতিহাস।

ভূমি দালালের দস্যুতায়
ঘরে ঘরে পৌঁছে যায় নগরের অভিশাপ
রূপবান টিনের ঝরঝরা বুক জানে না
তাদের স্ত্রীরা কখন বের হয়ে যায়
ব্যক্তিগত দরজা দিয়ে।

ট্যাগসমূহ

magnifiercrossmenu