প্রত্যয় হামিদের কবিতা
যখন আমি কবির শয্যায়
হয়ে উঠি নিরেট কবিতা।
উত্থিত অনুভূতি ঠোঁটে ছুঁয়ে
শুদ্ধ করি সমূহ বচন।
যখন আমি কবির শয্যায়–
সে আমাকে শব্দে শব্দে ভেঙে
গড়ে তোলে বাক্যে বাক্যে।
আমি কবিতা হয়ে উঠি
নির্মিত ছত্রে।
কবির শয্যায়
আমি এক শুদ্ধাচারী কবিতা
বিলীন হই
অপ্রকাশ্যে…