আবু জাফর সৈকত

চুপ থাকুন

বার পড়া হয়েছে
শেয়ার :

আবু জাফর সৈকতের দুটি কবিতা ‘চুপ থাকুন’ এবং ‘ঠগ’


চুপ থাকুন

আকাশের ভেতরে আকাশ
সোঁদা গন্ধময় মেঘ, পালতোলা পাখি
জীবন আসলে এরকমই;
না ঘর না সংসার না লোকালয়–
ভুলে যাও তোমার নাম, মুখের ভাষা
যা শেখানো হয়েছে সম্যক জ্ঞান
দীর্ঘদিনের পথ ভুলে যাও, অন্ধ, বধির
তুমি এখন মেট্রো রেল; চাইলেও আলাদা পথ নেই।
জীবন এখন আটটা-পাঁচটা
সব কিছুতেই হ্যাঁ বলতে শিখতে হবে।

ঠগ

অঙ্কের হিসেব ভালোই বুঝি
যোগ-বিয়োগে কাঁচা নই
জ্যামিতির ধাক্কায় মনকে নাড়িয়ে দিতে পারি,
তুমি ভয় পেয়ো না
চোখের কৌতুকবিশ্রিত প্রশ্ন আমিও বুঝি
তোমাকে শিখিয়ে দেবো;
তোমাকে ঠকাতে পারবে না আর কেউ।

This is an original content which is written by a DORPON author. Copying and publishing any part of the content is strictly prohibited.

ট্যাগসমূহ

magnifiercrossmenu