মাহবুবা করিম-এর তিনটি কবিতা
আপনার প্রেমিকা হতে চাই
শুনেছি–
পিথাগোরাসের মারপ্যাঁচ বোঝেন; ক্যামিস্ট্রি মোটেও বোঝেন না। অথচ কী না পিওর ব্যাচেলর…
ঘরে ইঁদুরের সাম্রাজ্য, মনে জং ধরেছে
আপনার ঠোঁটে ছাপ পড়েছে আগুনের;
একবার সুযোগ দিন না প্লিজ—
চুমুর ছাপ ফেলে দিই…
শুনেছি–
ইদানীং চায়ে চিনি ঢালছেন বেশি। রোজ রোজ হাত পুড়িয়ে ফেলছেন। ভুলে যাচ্ছেন স্বল্পায়ু জীবনে একজন প্রেমিকা থাকা কতটা জরুরী।
একটি সুযোগ দিয়েই দেখুন প্লিজ,
তল্পিতল্পা গুটিয়ে আপনার ভেতরে ঢুকে পড়ি; প্রেমিকা হই–
প্রেমিকা হয়ে খুব করে গুছিয়ে দেই আপনাকে।
তোমার আঙুল-মোহমন্ত্র
তোমার আঙুল লিফলেট
তোমার আঙুল রাইফেল
তোমার আঙুল বিষের ছুরি
তোমার আঙুল চৌদ্দশিকের জেল
যে তোমার আঙুল ছুঁয়েছে– সে নির্ঘাত মরেছে
জনমের মতো মরেছে, অকালে মরেছে–
যে তোমার আঙুল ছুঁয়েছে–করাতে কেটেছে–আগুনে পুড়েছে–প্রেমে মরেছে, সত্য।
ভালোবাসা মন্দবাসা
যদি প্রেমিক না হন –
অভিশাপ দেই,
আপনার যৌবনে পোকা ধরুক,
খুব বাজে রকম পঁচে যাক আপনার অন্তর।
যদি প্রেমিক না হন?
তবে এইসব ন্যাকামি ছাড়ুন।
অযথাই মনের ভেতর খাবি খাবেন না প্লিজ।
সাফ সাফ জানিয়ে দিন,
কেটে পড়ি।
কেটে পড়ি—
অজানাই থাক
কতটা বাজে রকম,
কতটা দুর্দান্তভাবে
কতটা আপোষহীন
কতটা বোকার মতো ভালোবাসি আপনাকে।