সিদ্ধার্থ সিংহ
জন্ম কলকাতায়। ১৯৬৪ সালে। ক্লাস নাইনে পড়ার সময়ই তাঁর প্রথম কবিতা ছাপা হয় 'দেশ' পত্রিকায়। ছড়া, কবিতা, ছোটদের এবং বড়দের জন্য গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ মিলিয়ে তাঁর বইয়ের সংখ্যা দুই শতাধিক। পেয়েছেন পশ্চিমবঙ্গের নানা সাহিত্য পুরস্কার।
সিদ্ধার্থ সিংহ

লোকগুলোকে দেখছি

বার পড়া হয়েছে
শেয়ার :

সিদ্ধার্থ সিংহের কবিতা


লোকগুলোকে দেখছি


এক দঙ্গল লোক মসজিদ গুঁড়িয়ে দিচ্ছে
এক দঙ্গল লোক দেবতার মণিমাণিক্য লুঠ করছে
এক দঙ্গল লোক ট্রামে-বাসে আগুন ধরাচ্ছে
এক দঙ্গল লোক জোর করে দোকানের শাটার নামিয়ে দিচ্ছে
এক দঙ্গল লোক ধোঁয়া, অন্ধকার আর বারুদে ঢেকে দিচ্ছে চার পাশ।
কেউ বলতেই পারে, তাতে আপনার কি?

তবু, আমি ওই লোকগুলোকে দেখছি
দেখছি, লোকগুলোর সব আছে
হাত আছে
পা আছে
বুক আছে
পেট আছে
পিঠও আছে।
আছে বউ
বাচ্চা
ঘর-সংসারও।
দেখছি, ওদের সব আছে।
সব।

শুধু মাথা নেই।

ট্যাগসমূহ

magnifiercrossmenu