সৌম্য ঘোষ
জন্ম: আদি বাড়ি উত্তর ২৪ পরগণার বসিরহাট শহরে, ১৯৬০ সালের জানুয়ারি মাসে। বিগত চল্লিশ বছর হুগলী জেলার সদর চুঁচুড়ায় স্থায়ী বাসিন্দা। তিনি একইসঙ্গে প্রাবন্ধিক ও কবি।
সৌম্য ঘোষ

আগুনের গাছ

বার পড়া হয়েছে
শেয়ার :

সৌম্য ঘোষের তিনটি কবিতা


আগুনের গাছ


একটি পাতার পরিবার বসে আছে ঝর্ণার কাছে,
জলের কাছে পাঠ নিচ্ছে আগুনের পুস্তক।
আমার পরিবার চলে গেছে নিঃশব্দে
আমার জন্য একটুও অপেক্ষা করেনি।
এখন আমার কোনো আগুন নেই, নেই কোনো দাগ।


সোহাগ


নির্জন সৈকতে যতই তোমার
রূপ ও অরূপের
করেছি বন্দনা ,
তুমি উন্মুক্ত করেছো তোমার বর্ণমালা
সেই আশ্চর্য চিত্রমালা থেকে যত
কুড়িয়েছি মুক্তদানা
তোমার শরীর হয়ে উঠেছে
আভিজাত্যের ঐশ্বর্য, বর্ণপতাকা।


শ্রমণের লিপি


হেমন্তের পাতাঝরা শব্দ শুনবো বলে
নিঃশব্দে অপেক্ষা করেছি
নির্জন বনভূমিতে।
দিগন্ত, নিস্তব্ধতা,
দেখতে দেখতে হেঁটেছি–
তোমার অন্তহীন অসীমতার দিকে
লুপ্ত পথরেখা খুঁজে খুঁজে।

ট্যাগসমূহ

magnifiercrossmenu