সিদ্দিক প্রামাণিক

সতর্ক ছুরির দুপুর

বার পড়া হয়েছে
শেয়ার :

সিদ্দিক প্রামাণিকের তিনটি কবিতা ‘পরিবার’, ‘বুনো দর্শন’ এবং ‘সতর্ক ছুরির দুপুর’।


পরিবার

একটাই ঘর। বাবা শুয়ে শুয়ে কাশছেন,
শিয়রে জড়োসড়ো বসে আছেন মা।
কাপড়ের দেয়াল টাঙিয়ে দ্বিতীয় স্বামীর সাথে
শুয়ে আছে বোন।
অন্য রুমে দাদা আর বউ— নতুন বিয়ের ঘ্রাণ।

লাইট বন্ধ হলেই ইঁদুরে আঁধার—
পড়ার টেবিলে শুই আমি আর বই।
থেকে থেকে কাশি,
থেকে থেকে চৌকির শব্দে ঘুমেরা ছুঁচো হয়ে যায়।


বুনো দর্শন

অ্যানিমেল ওয়ার্ল্ড থেকে যে সব বুনো দর্শন—
মোষের পালের মতো ধুলো উড়াতে উড়াতে
মারমুখী শিং, বিভ্রমের চাহনি আর বিভক্তের খুর নিয়ে
আমাদের লোকালয়ে তেড়ে এলো—
তাদের খুরে পিষ্ট হলাম। আর এই বিক্ষিপ্ত
ধুলোর তোড়ে সম্মিলিত ভাবে অন্ধ হতে হতে
পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে
আমাদের কন্ঠস্বরও বদলে গেল—
বুনো এই মোষের মতো।


সতর্ক ছুরির দুপুর

দুপুরে যে মেয়েটি নিজের ফ্ল্যাটে খুন হলো
তার টাইলসের ফ্লোরে রক্তমাখা পায়ের ছাপ আর
কনডমের ছেঁড়া প্যাকেট দেখে
সিমটম সিরিয়াসলিই বলল, তারও আগে
এটা ছিল রেপের ব্যাপার

ফালি ফালি তরমুজের ওপর দিয়ে
একটা দুপুর কতো সহজেই
সতর্ক ছুরির মতো পার হয়ে গেল


 

ট্যাগসমূহ

magnifiercrossmenu